ক্যাব প্রতিবাদ: রেল, কোথাও রাস্তা অবরোধ, জেলায় জেলায় অশান্তির আঁচ

বাংলা হান্ট ডেস্ক :শনিবার সকাল থেকেই নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় চলছে বিক্ষোভ। প্রতিবাদ, বিক্ষোভ ও আন্দোলনে কেঁপে উঠছে মুর্শিদাবাদ থেকে হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং বিভিন্ন জেলায় রেল অবরোধ করে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ চলছে। তারসঙ্গে দুপুর থেকে আবারও অশান্ত হয়ে উঠেছে উলুবেরিয়া। কোথাও বাস দাঁড় করিয়ে বাসে আগুন আবার কোথাও বাস ভাঙচুর আবার কোথাও সড়ক অবরোধ।

সব মিলিয়ে একেবারে রাজ্যের বিভিন্ন জেলার পরিস্থিতি একেবারেই খারাপ হয়ে উঠেছে। যদিও মুখ্যমন্ত্রী বার বার গণতান্ত্রকি পথে আন্দোলনের বার্তা দিয়েছেনকিন্তু তা সত্ত্বেও বিক্ষোভের আঁচ নিভছেনা। শনিবার সকাল থেকেই ডোমজুড়ে্র সলপ মোড়ে বিক্ষোভ চলছে, রাস্তা অবরোধ হয়েছে। নাকালে পড়েছেন অফিস যাত্রীরা। এমনিতেই হাওড়া সিটি পুলিশের তরফে বিক্ষোভ কারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কাঁদানে গ্যাস ছোঁড়া হয়।

https://twitter.com/pokershash/status/1205751991793643520

   

এমনকি পুলিশকে লক্ষ্য করে পাথর ও ইঁট ছোঁড়া হচ্ছে। যদিও পুলিশ পাল্টা লাঠি চার্জ করেছে। অন্যদিকে শিয়ালদহ শাখায় বারাসাত ও হাসনাবাদ ডিভিশনে বন্ধ রয়েছে রেল চলাচল। বেশ কয়েকটি রেল স্টেশনে এবং রেল স্টেশনে মাঝে রেল আটকে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। অন্যদিকে মালদহ ডিভিশনের আজিমগঞ্জ শাখাতেও বিক্ষোভের জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন স্টেশনে আটকে থাকায় রেল যাত্রীদের ভয়াবহ সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

তবে এবার শনিবার রাজধানী শহর দিল্লীতে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ভারত বাঁচাওয়ের ডাক দিল কংগ্রেস। এই সমাবেশে মূলত দেশের আর্থিক অবস্থা, নাগরিকত্ব সংশোধনী আইন, কৃষকদের দুরাবস্থা সহ বেশ কয়েকটি বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর তোলা হবে। আর এই সভাতেই উপস্থিত থাকতে পারেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্বরা। শুধু দিল্লীর মানুষই নয় পার্শ্ববর্তী সমস্ত রাজ্যগুলি থেকে জন সমাবেশে ভিড় করার আহ্বান জানানো হয়েছে। শুধু দেশের মাটিতেই নয় ভারত বাঁচাওয়ের আঁচ ছড়িয়ে পড়ছে বিদেশেও।

সম্পর্কিত খবর