বায়ো বাবলে ঘরোয়া ক্রিকেট আয়োজন করতে প্রস্তুত CAB, সবার আগে বোর্ডকে চিঠি দিয়ে জানিয়ে দিল সিএবিকর্তারা

বাংলা হান্ট ডেস্কঃ করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল খেলাধুলা। বন্ধ ছিল ক্রিকেট। দীর্ঘদিন বাইশগজে বল গড়ায় নি। অবশেষে করোনা উদ্বেগের মধ্যেই শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। আর তাই এবার ঘরোয়া ক্রিকেট শুরু করতে মরিয়া বিসিসিআই। ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফে সমস্ত রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন গুলির কাছে ঘরোয়া ক্রিকেট শুরু করার ব্যাপারে পরামর্শ চাওয়া হয়েছে।

বিসিসিআই তরফে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন গুলিকে জানানো হয়েছে ডিসেম্বর মাস থেকে মার্চ মাসের মধ্যেই দেশের ছটি গুরুত্বপূর্ণ জায়গায় বায়ো সিকিয়র পরিবেশ তৈরী করে ঘরোয়া টুর্নামেন্ট শুরু করতে চাই বোর্ড। বোর্ডের তরফে জানানো হয়েছে তারা শুধুমাত্র এই মুহূর্তে রঞ্জি ট্রফি এবং সৈয়দ মোস্তাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করতে চাই।

12 3 1

বোর্ডের কাছ থেকে এমন চিঠি পাওয়ার পর এই ব্যাপারে ইতিবাচক ভূমিকা নিতে শুরু করেছে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বিসিসিআই সচিব জয় শাহকে চিঠিতে জানিয়েছেন, “ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সব সময় ক্রিকেটের পক্ষে। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সুরক্ষার বিষয়টিও মাথায় রাখতে হবে। রঞ্জি ট্রফি অবশ্যই গুরুত্বপূর্ণ তবে এমন পরিস্থিতিতে ক্রিকেটের শর্ট ফর্ম দিয়ে শুরু করা উচিত অর্থাৎ প্রথমে সৈয়দ মোস্তাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই শুরু করা উচিত।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর