রাজ্যের সরকারি হাসপাতালে চালু হতে চলেছে বিলাসবহুল কেবিন! সমস্ত খরচ জানাল সরকার

 রাজ্যের বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের দিকে বিশেষ ভাবে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনের দায়িত্বে আসার পর থেকেই সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো ব্যবস্থা উন্নয়নের দিকে জোর দিয়েছিলেন। রাজ্যের সমস্ত মানুষ যাতে সুলভে চিকিত্সা পরিষেবা পান তার দিকে নজর দিয়েছিলেন তিনি এবার রাজ্যের সরকারি হাসপাতালগুলির পরিষেবা ব্যবস্থা আরও উন্নততর করে তুলতে বিলাসবহুল কেবিনের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের মতই সরকারি হাসপাতালেও রোগীরা নিজেদের পছন্দ মতো চিকিত্সা এবং পরিষেবা ব্যবস্থা বেছে নিতে পারেন, বেসরকারি হাসপাতালের থেকে অনেকটা কম মূল্যেই চিকিত্সা করাতে সক্ষম হবেন তাঁরা। যদিও রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতে এর আগেই বিলাসবহুল কেবিন ব্যবস্থা তৈরি হয়ে গিয়েছিল কিন্তু গাইডলাইন না থাকায় পরিষেবার কাজ আটকে ছিল অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার বাস্তবায়ন হতে চলেছে।

রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের মতো রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলিতে এবং জেলা হাসপাতালগুলিতে কেবিন বানিয়ে পরিষেবা ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অর্থ দফতরের অনুমতি পাওয়ার পরে কোন খাতে কত টাকা খরচ হবে সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।

জেলার হাসপাতাল জেলার মেডিকেল কলেজ এবং কলকাতা মেডিকেল কলেজ এই তিন রকম হাসপাতালেই তিন রকম কেবিনের ব্যবস্থা করা হয়েছে, জেলা হাসপাতালগুলির ক্ষেত্রে ভাড়া লাগবে 750, 1000, 1500 টাকা এবং জেলার মেডিক্যাল কলেজগুলিতে 1000, 15000, 2000 টাকা ভরা লাগবে। এবং কলকাতার মেডিক্যাল কলেজগুলিতে 2000, 2500,4000 টাকা ভাড়া লাগবে

কেবিনে এক এক জন করে অ্যাটেনডেন্ট রাখা যাবে যাদের জন্য দিতে হবে আলাদা খরচ। একই সঙ্গে রোগীর যাবতীয় ওষুধ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচের দায়ভার নিতে হবে রোগীর পরিবারকে। এক কথায় অত্যন্ত কম মূল্যে নার্সিংহোমের মতো পরিষেবা দেবে রাজ্যের সরকারি হাসপাতালগুলি।

সম্পর্কিত খবর