ঝড়ের গতিতে দৌড়বে BSNL, রাষ্ট্রায়ত্ত সংস্থার পুনরুজ্জীবনের জন্য ১.৬৪ লক্ষ কোটির প্যাকেজ কেন্দ্রের

বাংলাহান্ট ডেস্ক : রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা BSNL-এর পুনরুজ্জীবনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা 1.64 লক্ষ কোটি টাকার প্যাকেজ অনুমোদন করেছে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে এখনও পর্যন্ত জেলা থেকে ব্লক বহু এলাকাতেই BSNL-এর প্রভাব রয়েছে এবং ব্লক থেকে পঞ্চায়েত পর্যন্ত নেটওয়ার্ক BBNL (Bharat Broadband Network) দ্বারা পরিচালিত হয়। ফলে, সরকারের তরফে BSNL এর সংকট মেটানোর জন্য BBNL এবং BSNL কে একত্রিত করার ভাবনা ভাবা হয়েছে।

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে, আমরা আত্মবিশ্বাসী যে সরকারের এই সিদ্ধান্ত দেশের প্রতিটি প্রান্তে ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে যেতে সাহায্য করবে। একই সাথে, কেন্দ্রীয় মন্ত্রিসভা 26,316 কোটি টাকা আনুমানিক ব্যয়ে সর্বজনীন পরিষেবার মাধ্যমে দেশের সমস্ত গ্রামে 4G পরিষেবা নিয়ে যাওয়ার প্রকল্পটিকেও অনুমোদন দিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী কথায়, এই প্রকল্পটি প্রত্যন্ত এবং দুর্গম এলাকার 24,680টি গ্রামে 4G মোবাইল পরিষেবা সরবরাহ করবে। প্রকল্পে 20% অতিরিক্ত গ্রাম কভার করার কথাও রয়েছে। এছাড়াও, শুধুমাত্র 2G/3G সংযোগ সহ 6,279 গ্রামগুলিকে 4G-তে আপগ্রেড করা হবে।

Cabinet Decision,Above 1 lakh crore package,BSNL,Cabinet,Bharat Broadband Network,Bharat Sanchar Nigam Limited,Indian Rupee,Crore,Lakh

টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে, বেসরকারি টেলিকম কোম্পানিগুলি অনুষ্ঠিত 5G স্পেকট্রামের নিলামে 1.49 লক্ষ কোটি টাকা রেকর্ড বিড করেছে। নবম রাউন্ডের বিডিং এখনো চলছে। জিও, এয়ারটেল ,ভি এর সাথে বাজার দখলে পিছিয়ে পড়া BSNL এর ভবিষ্যৎ কি হয় এখন সেটাই দেখার।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর