‘৭ দিনের মধ্যেই হোক..,’ বিরাট বিপদে জ্যোতিপ্রিয়, অবশেষে সামনে আসবে সত্যিটা?

বাংলা হান্ট ডেস্কঃ চলতি সপ্তাহেই জেলবন্দি জ্যোতিপ্ৰিয় মল্লিকের (Jyotipriya Mallick) স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট নিয়ে আদালতে সংশয় প্রকাশ করেছিল তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate’s)। দ্বিতীয়বার নিজেদের পছন্দ মতো জায়গায় জ্যোতিপ্ৰিয়র স্বাস্থ্যপরীক্ষা করাতে চেয়ে আর্জি জানায় ইডি (ED)। ইডির আবেদন মেনে এবারে কমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করানোর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, ৭ দিনের মধ্যে জ্যোতিপ্ৰিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে ইডিকে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে মেডিক্যাল রিপোর্ট তদন্তকারী সংস্থাকে আদালতে জমা দিতে হবে। তারপর তা বিবেচনা করবে হাইকোর্ট। আগামী ১২ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

   

এর আগে হাইকোর্টে প্রাক্তন খাদ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন করেছিলেন জ্যোতিপ্ৰিয়র আইনজীবী। সেই সময় স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আদালতের নির্দেশ মতো জ্যোতিপ্রিয়র মেডিক্যাল রিপোর্ট পড়লেও তা নিয়ে সংশয় প্রকাশ করে ইডি। জেল কর্তৃপক্ষের দেওয়া রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এরপরই নিজেদের পছন্দ মতো জায়গায় জ্যোতিপ্ৰিয়র স্বাস্থ্যপরীক্ষা করাতে চেয়ে আর্জি জানায় ইডি।

গত বছর অক্টোবর মাসে পুজোর পর পরই রেশন দুর্নীতি মামলায় ইডির (ED) হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক ওরফে বালুর। তারপর থেকে জেলেই দিন কাটছে তার। এদিকে জেলবন্দি দশায় বেশ কয়েকবার অসুস্থও হয়ে পড়েন জ্যোতিপ্ৰিয় ওরফে বালু। গত মাসেই ফের বেজায় অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

balu justice ghosh

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে দাখিল হল ক্যাভিয়েট, শিক্ষক নিয়োগ নিয়ে যা জানালেন SSC চেয়ারম্যান…

অভিযুক্তর শারীরিক অবস্থা বুঝতে তার স্বাস্থ্যের রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়ে জ্যোতিপ্ৰিয়র জামিনের আবেদন জানান তার আইনজীবী। বুকে ব্যথা সহ একাধিক অসুস্থতার কারণ দেখিয়ে জ্যোতিপ্ৰিয়র জামিনের আর্জি জানানো হয়। তবে জ্যোতিপ্ৰিয়র আইনজীবীর দেওয়া মেডিক্যাল রিপোর্ট নিয়ে ইডি সংশয় প্রকাশ করায় দ্বিতীয়বার বালুর স্বাস্থ্য পরীক্ষা করানোর অনুমতি দেওয়া হল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর