বাংলাদেশে সনাতনীদের ওপর নির্যাতন! এবার বাংলায় বিরাট জনসভা! অনুমতি দিল হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশে সনাতনী সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় ফুঁসছে সমগ্র বিশ্ব। এর আঁচ এসে পড়েছে ভারতেও। প্রতিবাদে সরব হয়েছেন বহু মানুষ। এবার যেমন ওপার বাংলায় (Bangladesh) সনাতনী সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে রানি রাসমণি রোড এলাকায় জনসভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিজেপি শাখা সংগঠনের তরফ থেকে এই প্রতিবাদ সভার আয়োজন বলে খবর।

  • শর্তসাপেক্ষে জনসভার অনুমতি দিল হাইকোর্ট (Calcutta High Court)

জানা যাচ্ছে, মামলাকারী সুনীল হর্ষ বিজেপির এক শাখা সংগঠনের সদস্য। জনসভার জন্য প্রথমে তিনি কলকাতা পুলিশের (Kolkata Police) কাছে অনুমতি চেয়েছিলেন। তবে পুলিশি অনুমতি মেলেনি। এরপর উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। বেশ কিছু শর্ত বেঁধে অনুমতি প্রদান করে আদালত। বেলা ২টো থেকে সন্ধ্যা ৬টার মধ্যে, ৪ ঘণ্টার জন্যে ‘ভবানীপুর ক্লাব ময়দানে’ জনসভার অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)।

রানি রাসমণি রোড এলাকায় জনসভার অনুমতি দেওয়ার পাশাপাশি বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের তরফ থেকে বলা হয়েছে, দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ওই জনসভা করা যাবে। সেই সঙ্গেই মঞ্চের আয়তনও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ, মঞ্চের মাপ দৈর্ঘ্য এবং প্রস্থে ২৪/১২ কিংবা ৩০ ফুটের বেশি হওয়া চলবে না। সেই সঙ্গেই আয়তনের বেশি ভিড় জমা যাতে না হয়, সেদিকেও নজর রাখার কথা বলা হয়েছে।

আরও পড়ুনঃ সপ্তাহে ২ দিন…! জামিন হয়েছে ৪ মাস! আরাবুলকে নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

জানা যাচ্ছে, মামলার শুনানির সময় মামলাকারীর আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় বলেন, গত বৃহস্পতিবার ওই একই স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের এক সংগঠন একটি সভা করেছিল। সেখানে প্রায় ৫০,০০০ জমায়েত হয়েছিল। তবে তাতে কলকাতা পুলিশ অনুমতি দিয়েছিল। কিন্তু তাঁদের অনুমতি প্রদান করা হচ্ছে না। মামলাকারী সংগঠন অন্তত ৩০০০ লোক নিয়ে সভার অনুমতি চেয়েছে বলে খবর।

Calcutta High Court

রিপোর্ট বলছে, ওপার বাংলায় সংখ্যালঘুদের ওপর আক্রমণ এবং চিন্ময়কৃষ্ণ প্রভুর গ্রেফতারির প্রতিবাদে ধরনার অনুমতি চেয়ে হাইকোর্টে (Calcutta High Court) একাধিক আবেদন জমা পড়েছে। ‘খোলা হাওয়া’ নামের একটি সংগঠন রানি রাসমণি অ্যাভিনিউয়ের ময়দান টেন্টের জায়গায় ধরনার অনুমতি চেয়েছে বলে খবর। কলকাতা পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন উক্ত সংগঠনের সভাপতি স্বপন দাশগুপ্ত। জাস্টিস তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী সোমবার এই মামলার শুনানি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর