নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার জের, CBI তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ কোচবিহারের দিনহাটায় শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে হামলার ঘটনায় এবার বড় নির্দেশ দিলে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওপর হামলার ঘটনায় এবার সিবিআই (CBI) এর হাতে তদন্তভার তুলে দিল আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তরফে এই রায় দেওয়া হয়েছে।

   

মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায় নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই ঘটনার তদন্তে নামবে সিবিআই। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, “আদালত যাবতীয় অভিযোগ খতিয়ে দেখেছে। নথিপত্র খতিয়ে দেখে আদালত মনে করছে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব দেওয়া উচিত।”

প্রসঙ্গত, চলতি বছরে ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ কোচবিহারের বুড়িরগ্রামের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা ঘটে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গেরুয়া বাহিনী তরফে অভিযোগ তোলা হয়, বোমা, গুলি এবং পাথর ছুড়ে হামলা চালানো হয় প্রতিমন্ত্রীর কনভয়ে। গোটা এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছিল বিজেপি।

nisith pramanik

জানা গিয়েছিল, সেদিন নিশীথ পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেরোলেও হঠাৎই তৃণমূল কর্মীরা তাকে কালো পতাকা দেখান। এরপর ক্রমেই হাতের বাইরে চলে যায় গোটা পরিস্থিতি। চলে দেদার হামলা। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এই হামলার ঘটনায় প্রশ্ন তোলেন রাজ্যপাল সিভি বোসও।

ভয়াবহ এই হামলার ঘটনাকে ‘শোচনীয়’ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আঙ্গুল তোলেন রাজ্যপাল। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে হাইকোর্টে দায়ের হয় মামলা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন। অবশেষে আজ তাতেই সায় দিল আদালত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর