জিতে গেলেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ, রাজ্যকে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর (RG Kar) ঘটনা নিয়ে শোরগোল গোটা রাজ্যে। কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে গত ২৭ অগস্ট ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকে নবান্ন ঘেরাও অভিযান চলে। সেই বিক্ষোভে যোগ দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। পুলিশের ‘অনুমতি’ ব্যাতিত নবান্ন অভিযানে (Nabanna Abhijan) দিকে দিকে অশান্তির ঘটনা ঘটে। গোলমালের ঘটনায় সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ-সহ কয়েক জন সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। সেই FIR এর পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভাস্কর। এবারে তাকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

ভাস্কর ঘোষের বিরুদ্ধে বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের হয়েছিল। ওই তিনি মামলায় ভাস্করবাবুর বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ করা যাবেনা বলে জানিয়ে দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ। আগামী ৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে উচ্চ আদালতে।

   

বুধবার এই মামালা শুনানির জন্য উঠলে রাজ্য তরফে সওয়াল করা হয়, নবান্ন অভিযানের দিন আন্দোলনকারীদের হাতে বহু পুলিশকর্মী আহত হয়েছেন। তারা কি বিচার পাবেন না? যেহেতু ভাস্কর ঘোষও ওই কর্মসূচীতে ছিলেন তাই এই ঘটনার দায় তার উপরও যায়। যদিও রাজ্যের সেই যুক্তি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

Calcutta High Court Bhaskar Ghosh of Sangrami Joutha Mancha big step

আরও পড়ুন: পরপর ৪ দিন বন্ধ থাকবে স্কুল! কোন কোন দিন ছুটি পাবেন পড়ুয়ারা? নয়া বিজ্ঞপ্তি জারি রাজ্যের

বিচারপতি ভরদ্বাজের বেঞ্চের পর্যবেক্ষণ, পূর্বেও বহু কর্মসূচীতে অংশ নিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর। তাই এই নিয়ে তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ পুলিশ করতে পারবে না। ওই তিনটি এফআইআরের ভিত্তিতে ভাস্করকে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দু’মাস পর আগামী ৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। তার আগে পুলিশ এফআইআর এর ভিত্তিতে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছে আদালত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর