‘পলিটিক্যালি..,’ রাজ্যের আচরণে ক্ষুব্ধ! ভরা এজলাসে বসেই বিরাট কথা বলে দিলেন প্রধান বিচারপতি

বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রশ্নের মুখে রাজ্যের ভূমিকা। এবারে সুন্দরবনে বাঘের আক্রমণ সংক্রান্ত বিষয়ে একটি জনস্বার্থ মামলায় ফের রাজ্য সরকারের (West Bengal Government) ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম রাজ্যের আচরণে রীতিমতো ক্ষোভপ্রকাশ করেন।

ফের প্রধান বিচারপতির প্রশ্নের মুখে রাজ্যের ভূমিকা…

এদিন এজলাসে বসে প্রধান বিচারপতির মন্তব্য, ‘রাজনৈতিকভাবে স্পর্শকাতর বা সেন্সিটিভ মামলা না হলে রাজ্য সরকার কোনও গুরুত্ব দিতেই নারাজ। অন্য কোনও মামলায় রাজ্য সরকারের কোনও আইনজীবীকেই পাওয়া যায় না। কেউ আসেন না।’ মন্তব্য প্রধান বিচারপতির।

   

জানা গিয়েছে সুন্দরবনে বাঘের আক্রমণ সংক্রান্ত মামলার এদিন বৃহস্পতিবার শুনানির জন্য ওঠে কলকাতা হাইকোর্টে। মামলাকারী আদালতে জানান, এই বিষয়ে আলাদাভাবে তারা চিঠিও দিয়ে সরকারি আইনজীবীকে আসার জন্য অনুরোধ জানিয়েছিলেন। তারপরও রাজ্যের তরফে এদিন আদালতে কোনও আইনজীবী উপস্থিতি হননি।

Calcutta High Court rebukes Government of West Bengal in contractual recruitment case

আরও পড়ুন: ক্রমশ বাড়ছে আম্বানির দাপট! এবার এই প্ল্যান্ট স্থাপনের জন্য Reliance-কে ৩,৬২০ কোটি টাকা দেবে সরকার

রাজ্যের এই আচরণে রীতিমতো বিরক্ত হয় হাইকোর্ট। প্রধান বিচারপতি বলেন, রাজ্যের এই আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা সকাল থেকে ডেকে ডেকে ক্লান্ত হয়ে পড়েছি। পলিটিক্যালি সেনসেটিভ মামলা না হলে সরকারের হয়ে কেউ আসতেই চায় না।

আরও পড়ুন: আরজি করে ফের ‘দুর্নীতি’র অভিযোগ! নজরে বুলবুল! মহিলার আসল পরিচয় জানলে মাথা ঘুরে যাবে

হতাশার সুরে প্রধান বিচারপতি বলেন, এই মামলার গুরুত্ব বুঝে বিশেষভাবে চিহ্নিত করেছিলেন তিনি। তারপরও সরকারের তরফে কেউ উপস্থিত হয় নি। রাজ্যের এই আচরণে এদিন প্রধান বিচারপতির মন্তব্য, “এটা প্রধান বিচারপতির এজলাসে হলে, বাকি বিচারপতিদের এজলাসের অবস্থা বুঝুন তাহলে কীভাবে চলছে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর