অপেক্ষার অবসান! রাজ্য সরকারি কর্মীদের পক্ষে বিরাট রায়, হাইকোর্টের এক নির্দেশে তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে একাধিক মামলায় উল্লেখযোগ্য রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার যেমন ফের উচ্চ আদালতের একটি র‍ায় নিয়ে শুরু হয়েছে চর্চা। রাজ্য সরকারি কর্মীদের পক্ষে বিরাট নির্দেশ দিয়েছেন হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা। আগামী ৩ মাসের  মধ্যে রাজ্য সরকারকে একটি গাইডলাইন তৈরির কথাও বলা হয়েছে এদিন।

কোন মামলায় রাজ্য সরকারি কর্মীর পক্ষে রায় দিল হাইকোর্ট (Calcutta High Court)?

নিজেদের অধিকার আদায়ের জন্য একাধিকবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন সরকারি কর্মীরা। এক শিক্ষক যেমন পুরুষ এবং নারীদের মধ্যে ‘চাইল্ড কেয়ার লিভ’এর অসমবণ্টন নিয়ে মামলা করেছিলেন। সরকারি চাকরিজীবী পুরুষরা চাইল্ড কেয়ার লিভ হিসেবে মাত্র ৩০ দিন পান, অন্যদিকে মহিলারা পান ৭৩০ দিন।

   

শুধু তাই নয়, মহিলারা চাকরিজীবীরা সবেতন ছুটি পেলেও, পুরুষদের বেতন কেটে নেওয়া হতো। এই বিষয়টিকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক শিক্ষক। এবার তাঁর পক্ষেই বিরাট নির্দেশ দিলেন জাস্টিস সিনহা (Justice Amrita Sinha)।

আরও পড়ুনঃ মঙ্গলেও তোলপাড় বাংলা! আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা? রইল আবহাওয়ার তাজা আপডেট

২০১৮ সালে নারী-পুরুষ সমানাধিকারের জন্য কেন্দ্রের তরফ থেকে ছুটির নিয়মে পরিবর্তন আনা হয়েছিল। তবে রাজ্যে এখনও সেই নিয়ম কার্যকর হয়নি। যে কারণে এখনও ‘চাইল্ড কেয়ার লিভ’ (Child Care Leave) নিয়ে রাজ্যের পুরুষ এবং মহিলা সরকারি চাকরিজীবীদের ছুটির অসমবণ্টন দেখা যায়। মামলা হতেই জাস্টিস সিনহার নির্দেশ, আগামী ৩ মাসের মধ্যে রাজ্য সরকারকে এই বিষয়ক গাইডলাইন তৈরি করতে হবে।

Calcutta High Court

আসলে সন্তানের জন্ম দেওয়ার পর তার দেখভালের জন্য টানা ২ বছর তথা ৭৩০ দিন সবেতন ছুটি পেয়ে থাকেন মহিলা সরকারি কর্মীরা। তবে পুরুষরা মাত্র একমাস ছুটি পান। তাও তাদের বেতন কেটে নেওয়া হয়। এবার এই নিয়ে মামলা করতে সরকারি কর্মীর পক্ষেই রায় দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। এর ফলে পুরুষ সরকারি কর্মীদের আর ‘চাইল্ড কেয়ার লিভ’ নিয়ে অসমবণ্টনের শিকার হতে হবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর