দুর্নীতিবাজদের কলার ধরে নিয়ে আসা উচিৎ, গ্রুপ সি কেলেঙ্কারিতে বড় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় গতকাল প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই অফিসে হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পরবর্তী ক্ষেত্রে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেও তাতে কোন লাভ হয় না এবং শেষপর্যন্ত তৃণমূল নেতাকে পৌঁছে যেতে হয় নিজাম প্যালেসে। এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের এই রায় বেশ উল্লেখযোগ্য বলে মনে করেন বিশেষজ্ঞরা আর এর মাঝেই এক বড় নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বর্তমানে গ্রুপ সি নিয়োগ দুর্নীতি নিয়ে যে মামলা আদালতে চলছে, সে ক্ষেত্রে নতুন করে এফআইআর করার নির্দেশ দিলেন অভিজিৎবাবু। বর্তমানে এই তদন্তের দায়ভার সামলাচ্ছে সিবিআই। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকালই সিঙ্গেল বেঞ্চকে নির্দেশ দিয়ে বলে, “আজ থেকে স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত সকল মামলা শুনতে পারবে তারা।” এই নির্দেশের পরই একাধিক মামলাকারীরা গতকাল পৌঁছে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আর পরবর্তীতে রায় ঘোষণা করার সময় অভিজিৎবাবু বলেন, “এবার থেকে সিবিআই যে কোনো মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। বর্তমানে বাগ কমিটিতে যাদের যাদের নাম রয়েছে, সবাইকে জিজ্ঞাসাবাদ এবং দরকার পড়লে হেফাজতেও নিতে সক্ষম সিবিআই।”

এদিন হাইকোর্টের বিচারপতি বলেন, “এসএসসি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা যদি কাউকে হেফাজতে নিয়ে জেরা করার কথা ভাবেন, তবে তারা সেটা করতেই পারে।” উল্লেখ্য, এসএসসি মামলায় আদালত দ্বারা বাগ কমিটিকে পুরো মামলার পর্যবেক্ষণ করে দেখার নির্দেশ দেয়। এরপর সেই কমিটি পাঁচ সদস্যকে তাদের সম্পত্তির হিসাব হাইকোর্টে জমা দিতে নির্দেশ দেয় বলেও জানা গিয়েছে। আগামীকাল তাদের সেই হিসেব দেওয়ার পাশাপাশি সিবিআইকেও তদন্তের রিপোর্ট দিতে বলা হয়েছে।

এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “যেসব দুর্নীতির কথা বর্তমানে উঠে আসছে, সে ক্ষেত্রে দুর্নীতিগ্রস্তদের কলার ধরে নিয়ে আসা উচিত সিবিআইয়ের। এক্ষেত্রে চারিদিকে টাকার খেলা চলছে, না হলে নিয়োগ মামলায় এত বড় দুর্নীতি হতো না।” এছাড়াও আদালত নির্দেশ দেয়, “কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা চাইলে যেকোন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিকে জেরা করতে পারে আর সেক্ষেত্রে যদি সেই ব্যক্তি পূর্ণ সহযোগিতা না করে, তবে তাকে তৎক্ষণাৎ হেফাজতে নিতে পারবে সিবিআই। সকল জেলার এসপিদেরও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হচ্ছে। সবক্ষেত্রে যেন সহায়তা করা হয়।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর