বাংলা হান্ট ডেস্কঃ গণ পরিবহণ হিসেবে বাসের (Bus) চাহিদা ব্যাপক। নিত্যদিন বহু মানুষ বাসে চেপে নিজেদের গন্তব্যে পৌঁছন। দীর্ঘ সময় ধরে ১৫ বছরের পুরনো বাস বাতিল নিয়ে টানাপড়েন চলছিল। অবশেষে তাতে ইতি পড়ল। বড় রায় দিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সম্প্রতি বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের (Justice Rai Chattopadhyay) সিঙ্গেল বেঞ্চ জানিয়েছে, ১৫ বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে। তবে সেক্ষেত্রে রয়েছে ‘শর্ত’।
কী বলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)?
সোমবার এই বিষয়ে ৬টি বাস মালিক সংগঠনের সঙ্গে রাজ্যের সমঝোতা চূড়ান্ত হয়। বছরে দু’বার করে বাসের স্বাস্থ্য পরীক্ষা বা ফিটনেস সার্টিফিকেট ইস্যুতে রাজি হয় সংগঠনগুলি।
আগেই রাজ্য পরিবহণ দফতরের (West Bengal Transport Department) তরফ থেকে বাস মালিক সংগঠনগুলির দাবিতে নীতিগতভাবে সম্মতি জানানো হয়েছিল। এবার সেই যুক্তি মেনে নিল উচ্চ আদালত। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছে, ১৫ বছর হয়ে যাওয়ার পরেও ওই বাণিজ্যিক গাড়ি যদি রাস্তায় চলার ক্ষেত্রে ফিট থাকে, তাহলে সেটি চালাতে কোনও সমস্যা নেই। এই মর্মে অনুমতি দিয়ে দেন বিচারপতি।
আরও পড়ুনঃ ২ মাস ধরে চলছে লড়াই! SSC কাণ্ডে এবার বিরাট পদক্ষেপ নিয়ে নিলেন চাকরিহারা শিক্ষকরা
অন্যদিকে গতকাল বাস মালিক সংগঠনগুলির সঙ্গে রাজ্যের (Government of West Bengal) চূড়ান্ত সমঝোতা হয়। বছরে দু’বার করে ফিটনেস সার্টিফিকেট ইস্যুতে রাজি হয়েছে সকল সংগঠন। শংসাপত্রের মেয়াদ হবে ৬ মাস। এর জন্য খরচ হবে মোট ১২,৬০০ টাকা (ফিটনেস সার্টিফিকেট ১২৫০০ ও দূষণ পরীক্ষা ১০০ টাকা)।
উল্লেখ্য, ১৫ বছরের পুরনো বাস বাতিল নিয়ে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে। অবশেষে তাতে ইতি পড়ল। দেড় দশক হয়ে যাওয়ার পরেও কোনও বাণিজ্যিক গাড়ি যদি রাস্তায় চলাচলের ক্ষেত্রে ফিট থাকে, তাহলে সেটি চলতে পারবে বলে জানিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। এর ফলে বাস মালিক সংগঠনগুলি স্বস্তি পেল বলে মনে করা হচ্ছে।