‘২১ জানুয়ারির মধ্যে..,’ শিক্ষকদের ‘উৎসশ্রী’ পোর্টাল নিয়ে রাজ্যকে বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে ‘উৎসশ্রী’ পোর্টাল। যার জেরে আটকে রয়েছে শিক্ষক-বদলি (Teachers)। আগেও এই নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এবার ভিন্ন এক মামলায় রাজ্যের ‘উৎসশ্রী’ পোর্টালের বর্তমান অবস্থা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। রিপোর্ট তলব করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ২১ জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইন বেঁধে দিয়েছে উচ্চ আদালত।

শিক্ষক-শিক্ষিকাদের বদলির ক্ষেত্রে সুবিধা করে দিতে উৎসশ্রী পোর্টাল চালু করেছিল রাজ্য। তবে তাতেও সুরাহা হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠে আসে। ২০২২ সালে শিক্ষক বদলি সংক্রান্ত এই পোর্টাল বন্ধ রাখার প্রক্রিয়া শুরু হয়। তার পর থেকে আর খোলা হয়নি।শিক্ষক মহলেলের অভিযোগ, এ বিষয়ে শিক্ষা দফতরের কোনো সদিচ্ছা নেই। এদিকে এর জেরে ভোগান্তিতে হাজার হাজার শিক্ষক।

আরও পড়ুন: হুবহু করোনার মতো, নয়া ভাইরাস আমদানি চিনের! নতুন বছরেই ফের শুরু মহামারীর আতঙ্ক

২০২২ সালে উত্তর ২৪ পরগনায় বদলি চেয়ে উৎসশ্রী পোর্টালে আবেদন জানান অপরূপা পাঠক নামে এক শিক্ষিকা। বর্তমানে তিনি নদিয়ার জামশেরপুরের এক স্কুলে কর্মরত। তার অভিযোগ রাজ্যের পোর্টালে আবেদন জানালেও কোনো সুরাহা হয়নি। তারপরই সমস্যার সমাধান চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অপরূপা।

calcutta high court

আরও পড়ুন: কনফার্ম খবর! উত্তরবঙ্গের জন্য নতুন ট্রেন দিচ্ছে রেল! ছুটবে এই বিশেষ রুটে, কদিন চলবে জানেন?

আদালতে মামলাকারীর অভিযোগ, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তিনি বদলির আবেদন করছেন। কিন্তু রাজ্য সরকার পোর্টাল সাসপেন্ড করে রেখেছে। এরপরই উৎসশ্রী পোর্টালের বর্তমান অবস্থা কী তা রাজ্যের কাছে জানতে চান বিচারপতি ভট্টাচার্য। এই পোর্টাল নিয়ে রাজ্যের অবস্থান জানাননোর নির্দেশ দেওয়া হয়। আগামী ২১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর