ক্রিকেট বল থেকে কি ছড়াতে পারে করোনা ভাইরাস? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ফলে ইংল্যান্ড সরকার ইতিমধ্যেই সেই দেশে ফুটবল লিগ শুরু করার অনুমতি দিয়ে দিয়েছে। কিন্তু ক্রিকেট চালু করার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ধারণা দেয়নি ইংল্যান্ড সরকার। অথচ ফুটবল নয় বরং ইংরেজদের প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট কিন্তু তার সত্বেও ক্রিকেট শুরু করার ব্যাপারে এত কেন উদাসীন ইংল্যান্ড সরকার? জানা গিয়েছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন দাবি করেছেন যে ক্রিকেট থেকে করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা প্রবল।

   

তবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনের দাবি পুরোপুরি ভাবে নাকচ করে দিয়েছে নতুন একটি গবেষণা। ইংল্যান্ডের বেশ কিছু বিজ্ঞানী গবেষণা করে জানিয়েছেন যে যদি সংক্রমিত কাপড় দিয়ে ক্রিকেট বল মোছা হয় তবুও ক্রিকেট বলে করোনা ভাইরাস 30 সেকেন্ডের বেশি জীবিত থাকতে পারেনা।

সেই বিজ্ঞানীরা দাবি করেছেন যে কাপড় নয় বরং টিস্যু পেপার দিয়ে ক্রিকেট বল মুছতে হবে। টিস্যু পেপার দিয়ে যদি ক্রিকেট বল মোছা হয় তাহলে বল এর মধ্যে আর করোনা ভাইরাস লেগে থাকতে পারবে না। এছাড়াও তারা দাবি করেছেন যে ফুটবলের থেকে ক্রিকেট খেলায় সংক্রমনের সম্ভাবনা অনেকটাই কম। কারণ ক্রিকেট কোন বডি কনন্ট্রাক্ট গেম নয়, এর ফলে ভাইরাস সংক্রমনের প্রভাব অনেকটাই কম। অপরদিকে ফুটবল যেহেতু বডি কনন্ট্রাক্ট গেম তাই ফুটবল খেলার মধ্যে দিয়ে করোনা ভাইরাস ছাড়ানোর সম্ভবনা অনেকটাই বেশি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর