ভ্যাকসিন পেয়েও উপদ্রব জারি কানাডার, কড়া প্রতিক্রিয়া দিল ভারত

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (india) কৃষক আন্দোলনের সমর্থন করার পরও কানাডাকে (canada) করোনা ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছে ভারত। কানাডার ব্যবহারে রুষ্ট হয়ে প্রথমটায় ভারত ভ্যাকসিন দিতে অস্বীকার করায় কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করায় ৫ লক্ষ ভ্যাকসিন পাঠানো হয় কানাডাতে।

ভ্যাকসিন পাওয়ার পর আশা করা গিয়েছিল, এবার অন্তত ভারত-কানাডার মধ্যে পূর্বেকার বন্ধুত্বের সম্পর্কের নিদর্শন দেখা যাবে। কিন্তু না, বরং উল্টোটাই ঘটল এখানে। করোনা ভ্যাকসিন পাওয়ার পরও বিন্দুমাত্র মনোভাব বদলায়নি কানাডার। উপরন্তু সেখানকার প্রবাসি ভারতীয় যারা মোদী সরকারের পক্ষে ছিলেন, তাদের উপর শুরু হয়েছে নানারকম জুলুম, অত্যাচার।

kvbkbvkvbkjd

বিভিন্ন সংবাদ সূত্রে জানা গিয়েছে, কানাডাস্থিত যে সকল ভারতীয় নাগরিক, কৃষক আন্দোলনের বিপক্ষে রয়েছেন, তাদের রেপ এবং প্রাণনাশের হুমকি মিলছে খালিস্থানীদের থেকে। সেখানকার কিছু ভারতীয় মোদী সরকারের কৃষি বিলের সমর্থনে এবং কেন্দ্র সরকারের পক্ষে একটি র‍্যালি করায়, বর্তমানে তাদের হুমকি দেওয়া হচ্ছে।

কানাডায় প্রায় ২৮ টি ইন্দো-কানাডিয়ান অর্গানাইজেশন এবং ন্যাশানাল অ্যালাইন্স অফ ইন্দো-কানাডা ডাইস পোরার প্রেসিডেন্ট এই বিষয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অনেকবার চিঠিও লিখেছেন। কিন্তু তা সত্ত্বেও কানাডাস্থিত খালিস্থানীদের উপর কোন পদক্ষেপ নেয়নি কানাডার সরকার।

vbvdbvdjnb

জনবহুল এলাকায় এই সকল খালিস্থানীরা সরকার সমর্থিত ভারতীয়দের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে এবং ভারত সরকার বিরোধী মনোভাব ছড়াচ্ছে। স্যোশাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে এইসকল কর্মকান্ডের ছবি, ভিডিও। শুধুমাত্র কানাডার হিন্দুদেরই নয়, শিখদের উপরও অত্যাচার করছে। খালিস্তানীদের টার্গেট ভারত সরকারের সমর্থকদের উপর অত্যাচার চালানো। জানা গিয়েছে, কানাডাস্থিত ভারতীয় হাই কমিশন সেখানকার ভারতীয়দের সুরক্ষার বিষয়ে সোচ্চার হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর