দাদাগিরি করছে চীন, অভিযোগ জানিয়ে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি কানাডার

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) কারণে কানাডা (Canada) এবং চীনের (China) মধ্যেকার সম্পর্কে ফের ফাটল দেখা দিল। বর্তমানে কানাডার এক্সপার্টরা চীনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে। ২০১৮ সালে আমেরিকার পরামর্শ মতো বাবেকিসিএফও-কে গ্রেপ্তার করার পর চীন সরকার ক্ষিপ্ত হয়ে চীনে বসবাসকারী কানাডার ক্রু রাজনৈতিককেও গ্রেপ্তার করে নিয়েছিল। সেই থেকেই চীন এবং কানাডার মধ্যেকার সম্পর্ক বিষাদের জায়গায় রয়েছে।

চীন সরকার সেই সময় ওই দুই ব্যক্তির উপর গোয়েন্দাগিরি করার আরোপ লাগিয়েছিল। কিন্তু এখন চীন ওই দুই ব্যক্তিকে কন্সোলার অ্যাকসিস দিতে সম্মতি দিচ্ছে না। চীনের দাবী তারা বর্তমান পরিস্থিতি অর্থাৎ করোনা ভাইরাসের কারণে এটা করেছে। কিন্তু কানাডা দাবী করছে এখন কন্সোলার অ্যাকসিস আটকানোর কোন সময় নয়। এবং তা দ্বিপক্ষ সন্ধির বিরুদ্ধেও।

পূর্বেও চীন থেকে প্রয়োজনীয় সামগ্রী আনতে যাওয়া কানাডার দুই বিমান খালি ফেরত পাঠিয়ে দিয়েছিল চীন সরকার। এবং বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে চীন এবং কানাডার মধ্যে সম্পর্কের ফাটল আরও গভির হয়ে যায়। আবার চলতি মাসের শুরুর দিকে চীন থেকে প্রায় ১০ লক্ষ মাস্ক আমদানি করেছিল কানাডা, যা অত্যন্ত ত্রুটিপূর্ণ ছিল। তারপর প্রয়োজনীয় সামগ্রীর জন্য কানাডা থেকে দুটো বিমান চীনে পাঠানো হয়েছিল। কিন্তু বিমান বন্দরে জায়গার অভাব আছে বলে, চীন সেই বিমান খালি ফেরত পাঠিয়ে দিয়েছিল।

এই ঘটনার নিন্দা করে কানাডার বিদেশ মন্ত্রী বলেছিলেন, ‘আমরা নিজেদের রক্ষা করতে এবং পরিস্থিতির সামাল দিতে পারি। হ্যাঁ এটা সত্যি যে আমরা দুটি বিমান পাঠিয়েছিলাম চীনে, তা ফেরত এসেছে। এই বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী ট্রুডো পরবর্তীতে চীনের সঙ্গে আলোচনা করবেন’। এই ঘটনার পর শোনা গিয়েছিল চীন সেই ২০১৮ সালে আটক করা দুই ক্রু রাজনৈতিককে কন্সোলার অ্যাকসিস দিতে অসম্মত হয়। আমেরিকার এক নিউজ পোর্টাল মারফত জানা যায়, চীনে আটক হওয়া নাগরিকদের সঙ্গে আমেরিকা তো কথা বলতে পারেছে, কিন্তু কানাডা এই ব্যবস্থাটা কতটা পাবে তা বলা যাচ্ছে না।

 

কানাডার কুইন সিনি গোষ্ঠীর পলিটিকাল সায়েন্স অধ্যাপক ক্রুশ্চেন-এর মতানুসারে, ‘চীন অন্তরাষ্ট্রীয় সম্প্রদায়ের জোরালো সমর্থক নয়। তাই এখন চীনের সঙ্গে কানাডার ভালো ব্যবহার করা বন্ধ করে দিতে হবে’। বর্তমানে কানাডাও ভারতের মতো FDI-এর নিয়মে পরিবর্তন আনায় চীন সমস্যায় পড়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর