নয়া আবিষ্কার! লাগবে না পেট্রোল কিংবা ব্যাটারি, ছুটবে হাইব্রিড গাড়ি

বাংলা হান্ট ডেস্ক : যে ভাবে লাগাতার হারে পেট্রলের দাম বেড়েছে তাতে মধ্যবিত্তের গাড়ি চাপায় যেন ভাটা পড়েছে। শুধু বাইক নয় চার চাকার ক্ষেত্রেও তাই অবস্থা। আবার ব্যাটারি চালিত গাড়িগুলির যা দাম তা কি না সহজেই সম্ভব নয় কিন্তু এ বার এ সবের বিকল্প হিসেবে পেট্রল এবং ব্যাটারি ছাড়াই গাড়ি আবিষ্কার করলেও হুগলির মগরার এলিট পলিটেকনিক কলেজের ছাত্ররা।

হ্যাঁ শুনতে খানিকটা অবাক লাগলেও একই বাড়ি সত্যিই, পেট্রোল কিংবা ব্যাটারি ছাড়াই এই গাড়ি ছুটবে। সম্প্রতি কলেজের ওয়ার্কশপে সেই কলেজের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা এমনই এক গাড়ি বানিয়ে গবেষণায় যেন নতুন দিগন্ত এনে দিয়েছে। তবে হাইব্রিড গাড়ি কেন? আসলে যে গাড়ি দূরে কবির শক্তিতে চলে তাকেই বলা হয় হাইব্রিড গাড়ি।

এখানে পলিটেকনিক কলেজের ছাত্ররা যে গাড়ি বানিয়েছে তাতে কোনো রকম চার্জের প্রয়োজন পড়বে না, অর্থাত্ গাড়ি অটোমেটিক চার্জ গ্রহণ করতে সক্ষম। মগড়া এলিট পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র নিমাই নস্কর শ্রীকান্ত দত্ত এবং সুমন পাত্র সহ আরও বেশ কয়েকজন ছাত্র মিলে এই অনবদ্য আবিষ্কার করেছে।

তাই সোলার পাওয়ারের সাহায্যে টিভি চলে, পাখা চলে এসব ছাড়াও যে গাড়ি চলতে পারে তা বোধ হয় আমাদের ধারণা ছিল না। একদিকে যেমন খরচ কম অন্যদিকে দূষণ রোধ করতেও সাহায্য করবে, ভবিষ্যতে গাড়িটি বাণিজ্যিক ভাবে ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হচ্ছে কলেজের তরফে।

সম্পর্কিত খবর