১৮ ফুট দীর্ঘ হোয়েল শার্কের দেহ মিলল তামিলনাড়ুর সমুদ্রে! মৃত্যু নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

বাংলা হান্ট ডেস্কঃ তামিলনাড়ুর (Tamilnadu) রামনাথপুরমে (Ramanathapuram) রবিবার ১৮ ফুট দীর্ঘ একটি হোয়েল শার্কের (Whale Shark) দেহ উদ্ধার হয়। বন আধিকারিকরা পোস্টমর্টেমের পর সমুদ্রের তীরে ওই হোয়েল শার্ককে পুতে দেয়। হোয়েলের উপরের চোয়াল আর অন্ত্রে মোমের প্রোডাক্ট পাওয়া যায়। ওই প্রোডাক্ট ওষুধ বানানোর কাজে লাগে।

কোন ওষুধের কারণে না পাথরের সাথে ধাক্কা লেগে ওই হোয়েলের মৃত্যু হয়েছে সেটা নিয়ে বন আধিকারিকরা তদন্তে নেমেছেন। আধিকারিকরা জানান, ‘ওই হোয়েলের ওজন প্রায় দেড় টন ছিল। মানা হচ্ছে যে, সমুদ্রে ঝোড়ো হাওয়ার কারণে ওই হোয়েল পাথরের সাথে ধাক্কা খায়, এবং শরীরে ভিতরে রক্তক্ষরণ হয়।”

বন আধিকারিক সতিশ জানান, ‘রামনাথপুরম জেলার অতরণকারই এর কাছে সমুদ্রের উপকূলে প্রায় ৩৫ বছরের ১৮ ফুট লম্বা পুরুষ হোয়েল শার্কের দেহ উদ্ধার হয়। বিগত চার বছরে এই নিয়ে চারবার এরকম ঘটনা ঘটল।”

whale tamilnadu

উনি বলেন, এরকম বিলুপ্ত প্রাণীকে ধরা বেআইনি। এটি ১৯৭২ এর বনজীবন সংরক্ষণ আইনের বিরুদ্ধে। আর এই আইন অমান্য হলে ৩ বছর থেকে ৭ বছর পর্যন্ত সাজার নিয়ম আছে। আর সেই কারণে যখন এরকম কোন বিরল প্রজাতির প্রাণী সমুদ্রে পাওয়া গেলে, তৎক্ষণাৎ মৎস্যজিবীদের বন বিভাগের কাছে জানানোর জন্য নির্দেশিকা জারি আছে।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর