অপরাজিত থেকেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন নাইট রাইডার্স

বাংলা হান্ট ডেস্কঃ পুরো টুর্ণামেন্টে একটিও ম্যাচ না হেরে অর্থাৎ অপরাজিত থেকেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্স। এই প্রথমবার অপরাজিত থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কোন দল চ্যাম্পিয়ন হল।

   

এইদিন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল কায়রন পোলার্ড এর ত্রিনবাগো নাইট রাইডার্স এবং ড্যারেন সামির সেন্ট লুসিয়া জুকস। এইদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স অধিনায়ক কায়রন পোলার্ড।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার রাখিম কর্নওয়ালিসকে হারিয়ে চাপে পড়ে যায় সেন্ট লুসিয়া জুকস। তারপর দলের মিডল অর্ডার ব্যাটসম্যানরা দলের হাল ধরেন। নির্ধারিত কুড়ি ওভার খেলার আগেই অলআউট হয়ে যায় সেন্ট লুসিয়া জুকস। 19.1 ওভারে 10 উইকেট হারিয়ে 154 রান তোলে ড্যারেন সামির সেন্ট লুসিয়া জুকস।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার লিন্ডন সিমন্স এবং ড্যারেন ব্রাভোর ব্যাটে ভর করে মাত্র 18.1 ওভারেই দুই উইকেট হারিয়ে জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স। সেই সাথে এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নও হয়ে গেল শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্স। ম্যাচের সেরা হয়েছেন ওপেনার লিন্ডল সিমন্স এবং টুর্নামেন্টের সেরা হয়েছেন ত্রিনবাগো নাইট রাইডার্স অধিনায়ক কায়রন পোলার্ড।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর