হাইকোর্টে ঝটকা খেল মমতা সরকার, শুভেন্দু ঘনিষ্ঠ রাখালকে অবিলম্বে ছাড়ার নির্দেশ

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্ট সোমবার রাজ্য সরকারকে বড়সড় ঝটকা দেয়। আদালত ভুয়ো সরকারি চাকরি দেওয়ায় অভিযুক্ত রাখাল বেরাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ জারি করেছে। পুলিশ জানায় যে, মানিকতলা থানায় সুজিত দে নামের এক ব্যক্তির অভিযোগের পর রাখালকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল। সুজিত দে রাখাল বেরার বিরুদ্ধে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগ তুলেছিল।

   

পুলিশে দেওয়া বয়ানে সুজিত দে জানান, অভিযুক্ত রাখাল বেরা ২০১৯-এর সেপ্টেম্বর মাসে মানিকতলা রোডে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স কোঅপারেটিভ হাউসিং সোসাইটির ফ্ল্যাটে একটি শিবিরের আয়োজন করা হয়েছিল। অভিযোগে বলা হয়েছে যে, অভিযুক্ত রাখা বেরা রাজ্যের সেচ বিভাগে গ্রুপ ডিতে চাকরি দেওয়ার নামে প্রচুর টাকা হাতিয়েছিল।

অভিযোগকারী এও অভিযোগ করেছিলেন যে রাখাল বেরা তাঁর থেকে ২ লক্ষ টাকা নিয়েছিল। কিন্তু এরপরেও আমাকে চাকরি দেওয়া হয়নি। যদিও, বলে রাখি শুভেন্দু অধিকারী রাখাল বেরাকে নিজের ঘনিষ্ঠ বলে মানতে নারাজ।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর