চাকরি সরকারি হোক কিংবা বেসরকারি, পুজোর আগে সুখবর! সবার একাউন্টে এবার আস্তে চলেছে মোটা টাকা

 

   

বাংলা হান্ট ডেস্ক:পুজো আসছে,আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তাই মানুষের মন এমনিই খুশি। নানারকম প্ল্যান তৈরি। তবে সাধ্যের বাইরে থাকায় হয় ত করে ওঠা হয়নি , ইচ্ছা থাকা সত্বেও ভাবা যায়নি সেইসব বিষয়। কিন্তু পুজোর আগেই সরকারি হোক বা বেসরকারি, সবার জন্য আসলো একটা বড় সুখবর। একে পুজোর গিফ্ট বলা যায় কিনা জানা নেই তবে তাই যদি হয় তবে চাকুরিজীবীদের কাছে এক থেকে বড় গিফ্ট হোয় ত হবে না। চাকরিজীবীদের অ্যাকাউন্টে জমা পড়বে পিএফ-এর সুদের টাকা। সরকারি, বেসরকারি সকল কর্মীদের পিএফ অ্যাকাউন্টেই জমা পড়তে চলেছে মোটা অঙ্কের টাকা। পুজোর আগেই সুখবর নিয়ে আসলো কেন্দ্র। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর আওতায় থাকা কর্মচারীরা পাবেন, ২০১৮-’১৯ অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে কর্মচারীদের যে পরিমাণ টাকা জমা হয়েছে, তার উপর ৮.৬৫ শতাংশ হারে সুদ।

সম্প্রতি কেন্দ্রতে আয়োজিত একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী এমন টা উল্লেখ করেন। অর্থাৎ, প্রায় ৬ কোটিরও বেশি প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে মোট ৫৪ হাজার কোটি টাকা! প্রশ্ন উঠতেই পারে আপনার মনে যে কি ভাবে জানবেন কত টাকা রয়েছে আপনার আ্যাকাউন্টে ? সমস্যার সমাধান খুবই সহজ! ইপিএফ ওয়েবসাইট www.epfindia.gov.in-এ UAN বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর  দিয়ে লগ ইন করে ই-পাসবুক চেক করে নেবেন। আবার আরো একটি পদ্ধতি রয়েছে, আপনার রেজিস্টারড নম্বর থেকে ০১১-২২৯০১৪০৬ নম্বরে মিসড কল দিলেই ইপিএফ ব্যালান্স সংক্রান্ত সমস্ত তথ্য এসএমএস-এর মাধ্যমে চলে আসবে আপনার মোবাইলে।

সম্পর্কিত খবর