কবর দেওয়ার জায়গা নেই, খ্রিস্টানদের দেহ দাহ করার অনুমতি আমদাবাদের বিশপের

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে করোনা ক্রমশ লণ্ডভণ্ড পরিস্থিতি সৃষ্টি করছে। হাসপাতালে শয্যা নেই, রোগীদের অক্সিজেনের অভাব। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে উদ্বেগে গোটা দেশ। এমন পরিস্থিতিতে করোনায় মৃতদের দেহ সৎকার নিয়েও তৈরি হচ্ছে নানান সমস্যার। শ্বশানগুলিতে লম্বা লাইন। কবর দেওয়ারও জায়গা নেই। কি হবে এমন পরিস্থিতিতে!

গত এক মাস ধরে যখন এমনই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গুজরাতের আমদাবাদে (Ahemdabad)। তখন সেখানকার ক্যাথলিক খ্রিস্টানদের উদ্দেশ্যে জানিয়েছেন, এই মুহূর্তে করোনায় মৃতদের দেহ কবর না দেওয়া গেলে, সৎকার করলেও কোনও আপত্তি নেই তাঁর। ক্যাথলিক বিশপের এহেন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এমনকি বিশপের এমন সিদ্ধান্তে অনুপ্রাণিত হয়ে সেখানকার পার্সি সমাজের ধর্মগুরুরাও করোনায় মৃতদের দেহ দাহ করার অনুমতি দেওয়ার কথা ভাবছে বলে জানা গিয়েছে।

Agitation in Goria Crematorium Kolkata after Coronavirus dead body arrived for Cremation, গড়িয়ায় শ্মশানে পচাগলা দেহ সৎকারের চেষ্টা, করোনায় মৃত দাবি করে তুমুল বিক্ষোভ ...

উল্লেখ্য, গুজরাতের (Gujarat) আমদাবাদে কবর দেওয়ার জায়গা না থাকায়, সেখানকার প্রশাসন পরিস্থিতি বিবেচনা করে ওই শহরের ক্যাথলিক বিশপের (Catholic Bishop) কাছে করোনায় মৃতদের দেহ দাহ অনুমতি চায়। তারপরই সংকটজনক পরিস্থিতি উপলব্ধি করে ক্যাথলিক বিশপ শহরের বিভিন্ন চার্চের পরিচালক মন্ডলীদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন, করোনার মৃতদের দেহ দাহ করলে তাঁর কোনও আপত্তি নেই। বরং এমন পরিস্থিতিতে সৎকার করা হলে, তা কতটা সুষ্ঠু ভাবে হচ্ছে সেটাই বিবেচ্য।

প্রশ্নগত, আমদাবাদের বিশপের এহেন সিদ্ধান্তে এটি প্রমাণিত যে ধর্মীয় গোঁড়ামিতা দেখানোর সময় এটি নয়, বলে মনে করছেন ওয়াকিবহল মহল। দেশে যেভাবে করোনা একেরপর এক রেকর্ড ভেঙে ঊর্ধ্বমুখী (Corona Outbreak)। সেখানে ধর্মীয় গোঁড়ামিতার ঊর্ধে উঠে মানবিকতার নিদর্শন দেখানোয় উপযোগ্য বলে মনে করছেন অনেকেই।

সম্পর্কিত খবর