সোমে বিফল, মঙ্গল এড়িয়ে বুধে ফের অনুব্রতকে তলব CBI-র! এবারও কী SSKM-এ যাবেন কেষ্ট?

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল সিবিআই (CBI) তলব মাঝে কলকাতায় এসেও নিজাম প্যালেসের দিকে ফিরেও তাকাননি তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। পরবর্তীতে অনুব্রতর চিনার পার্কের ফ্ল্যাটে গেলেও খালি হাতে ফিরতে হয় সিবিআইকে আর অবশেষে এদিন ফের একবার তৃণমূল নেতাকে তলব করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আগামীকাল পুনরায় একবার বীরভূমের জেলা সভাপতিকে নিজাম প্যালেসে ডেকে পাঠালো তারা। এই নিয়ে টানা দশমবার অনুব্রত মণ্ডলকে সমান পাঠিয়েছে সিবিআই। তবে আগামীকাল বেলা ১১ টার সময় শেষ পর্যন্ত অনুব্রতকে নিজাম প্যালেস দেখা যায় কিনা, তা ঘিরে একাধিক জল্পনার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, অতীতে একাধিকবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তলবের মুখে পড়তে হয় অনুব্রত মণ্ডলকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জিজ্ঞাসাবাদ এড়িয়ে যান তিনি। সেই ধারা বজায় রেখে গতকাল কলকাতায় আসলেও নিজাম প্যালেসে যাননি তৃণমূল নেতা। এক্ষেত্রে বেশ কয়েকদিন আগেই অবশ্য অনুব্রতর আইনজীবীর তরফ থেকে জেরায় অনুপস্থিত থাকার বিষয়টি জানিয়ে দেওয়া হয়। তবে এ প্রসঙ্গে একপ্রকার নাছোড়বান্দা থাকে সিবিআই। অবশেষে গতকাল এসএসকেএম হাসপাতালে শারীরিক পরীক্ষা করাতে আসলেও সেখান থেকে বেরিয়ে তৎক্ষণাৎ বীরভূমে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত। পরবর্তীতে তাঁর চিনার পার্কের ফ্ল্যাটে গেলেও একপ্রকার খালি হাতে ফিরতে হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। তবে বর্তমানে যে হার মানতে নারাজ সিবিআই, তা তাদের মনোভাবে স্পষ্ট। এখন দেখার, আগামীকাল দশমবার তলব মাঝে অনুব্রত মণ্ডল শেষ পর্যন্ত নিজাম প্যালেস হাজির হন কিনা?

Anubrata mondal,kolkata,birbhum,cbi investigation,saygal hossain

সূত্রের খবর, এদিন ইমেইলের মাধ্যমে নোটিশ পাঠানোর পাশাপাশি বোলপুরে তৃণমূল নেতার বাড়িতে গিয়েও নোটিশ দিয়ে আসবে সিবিআই। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অনুব্রতর উপর চাপ ক্রমশ বাড়িয়ে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এক্ষেত্রে তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করার পাশাপাশি অনুব্রত ‘ঘনিষ্ঠ’ একাধিক ব্যবসায়ীর বাড়িতে সম্প্রতি হানা দেয় ইডি আর সেই সূত্র ধরে সিবিআই, TMC নেতাকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে বলে মনে করা হচ্ছে। তবে আগামীকাল আবারও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রত হাজিরা এড়ান, নাকি অবশেষে নিজাম প্যালেসে পৌঁছান, সেটাই দেখার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর