অনুব্রতকে ‘বেডরেস্ট’ লেখা চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বাড়িতে সিবিআই! তিনঘন্টা ধরে চলল জেরা

বাংলা হান্ট ডেস্কঃ অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এবং সিবিআই (CBI)’লুকোচুরি’ শেষে গতকালই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা। বর্তমানে আদালতের নির্দেশে সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত আর এর মাঝেই তদন্তে কোনরকম ফাঁক রাখতে চাইছে না সিবিআই। এমনকি এই মামলায় এদিন বোলপুর হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর (Chandra nath Adhikari) বাড়িতেও পৌঁছে গিয়েছে তারা। সূত্রের খবর, ওই চিকিৎসকের বয়ান রেকর্ড করার পাশাপাশি দীর্ঘ তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ চালান তদন্তকারী অফিসাররা।

   

উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরে অনুব্রত মণ্ডলের সঙ্গে সিবিআই-এর লুকোচুরির খেলায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি। অতীতে একাধিকবার তলব মাঝেও হাজিরা এড়িয়ে যান বীরভূমের জেলা সভাপতি। গত সোমবার এসএসকেএম হাসপাতালে আসলেও নিজাম প্যালেসের দিকে ফিরেও তাকাননি তিনি। অবশেষে গতকাল অনুব্রতর বাড়ি থেকেই তাঁকে তুলে এনে গ্রেফতার করে সিবিআই। এর মাঝেই আবার সম্প্রতি অনুব্রত মণ্ডলের বাড়িতে বোলপুর হাসপাতালের সরকারি চিকিৎসকের (চন্দ্রনাথ অধিকারী) পৌঁছে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাধে বিপত্তি! কিভাবে সরকারি হাসপাতালের চিকিৎসক একজন রাজনৈতিক নেতার বাড়িতে পৌঁছে গেলেন, তা নিয়ে সমালোচনায় সরব হয় অনেকে। পরবর্তীতে আবার অনুব্রত এবং বোলপুর হাসপাতালের সুপারের বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্য করে বসেন চন্দ্রনাথ অধিকারী।

প্রসঙ্গত, সম্প্রতি এসএসকেএম হাসপাতাল থেকে ফিরতেই অনুব্রতর বাড়িতে পৌঁছে যায় চিকিৎসকের দল। পরবর্তীতে চন্দ্রনাথ অধিকারী নামে ওই চিকিৎসক বিশ্রামে থাকার পাশাপাশি ১৪ দিনের ‘বেড রেস্ট’ লিখে দেন তৃণমূল নেতাকে। এরপরই বাংলা জুড়ে বিতর্ক মাঝে চন্দ্রনাথ অধিকারী জানান, “বোলপুর হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর নির্দেশেই আমি অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়েছিলাম। সেখানে আমার কাছে কোন সরকারি প্যাড না থাকা সত্ত্বেও এক প্রকার অনুব্রতর কথাতেই বেড রেস্ট লিখতে বাধ্য হই।”

Chandra nath adhikari,anubrata mondal,cbi investigation,bolpur

এরপরেই শুরু হয় নয়া বিতর্ক এবং অবশেষে এদিন চন্দ্রনাথ অধিকারীর বাড়িতে পৌঁছে গেল সিবিআই।সূত্রের খবর, ওই চিকিৎসকের সঙ্গে কথাবার্তা বলার পাশাপাশি বুদ্ধদেব মুর্মুর সঙ্গে তাঁর কথোপকথনের অডিও সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে, বুদ্ধদেববাবুকেও সিবিআই তলব করেছে বলে জানা যাচ্ছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর