সিবিআই বনাম রাজীব কুমারের শুনানি শেষ! এবার বাকি কেবল রায় ..

সারদা মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন নগরপালের ভাগ্য নির্ধারণ হতে চলেছে আগামী সপ্তাহেই৷ তিনি গ্রেফতার হবেন না পুরোপুরিভাবে মামলা থেকে মুক্তি পাবেন তা বলবে মামলার রায়৷ দীর্ঘ কয়েক ফাঁস ধরে চলা সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে রাজীব কুমার বনাম সিবিআই মামলার শুনানি শেষ হলেও বুধবার৷ কলকাতা উচ্চ আদালতের বিচারপতি মধুমতি মিত্রর এজলাসে আগামী সপ্তাহেই এই মামলার রায় ঘোষণা হবে৷ তাই যতদিন না পর্যন্ত রায়দান হচ্ছে তত দিন রাজীবের গ্রেফতারিতে অন্তর্বর্তী নির্দেশ বহাল থাকছে৷

সারদা মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কে সহযোগিতা না করার অভিযোগ উঠেছিল রাজীব কুমারের বিরুদ্ধে৷ তাই সারদা মামলার তথ্য সংক্রান্ত বিষয়ে এর আগে অনেক বার সিবিআইয়ের তরফ থেকে রাজীব কুমারকে তলব করা হয়েছিল৷ তাকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিক বার সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু প্রত্যেক বাড়ি হাজিরা এড়িয়েছিলেন রাজীব কুমার৷ কিন্তু শেষ পর্যন্ত প্রাক্তন নগরপালের বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকরা৷এর পর সারদা কেলেঙ্কারিতে নিজের গ্রেফতারি এড়াতে উচ্চ আদালতের দ্বারস্থ হন কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল৷ চলতি বছরের মে মাসে রাজীব কুমারের গ্রেফতারিতে স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট এর পর আগস্ট মাস থেকে মামলার শুনানি শুরু হয়৷ অবশেষে বুধবার সেই শুনানির নিষ্পত্তি হল ৷

উল্লেখ্য হাইকোর্টের রায়দানের পর যদি রাজীব কুমারের গ্রেফতারি নিশ্চিত হয় সে ক্ষেত্রে তার প্রভাব পড়তে পারে বঙ্গ রাজনীতিতে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ কারণ এর আগেই রাজীব কুমারকে সিবিআই গ্রেফতারি থেকে রুখতে ধর্নার পথ বেছে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তা হলে এ বার গ্রেফতারি নিশ্চিত হলে আরও বড় কোনও সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

সম্পর্কিত খবর