ফের ঝটকা খেল রাজ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

বাংলাহান্ট ডেস্ক : শিক্ষক নিয়োগ নিয়ে ঝামেলা যেন পিছু ছাড়তে চাইছে না রাজ্যের। এবার নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগে দুর্নীতির একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে হয় মামলাটির শুনানি। সেখানেই এই মামলার বিষয়ে এক মাসের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার কথাও বলেন বিচারপতি।

২০১৯ সালের ১ জানুয়ারি নিয়োগ সংক্রান্ত কমিটি গঠন করে সরকার। ওই কমিটিই শিক্ষক নিয়োগের পুরো বিষয়টির তত্ত্বাবধানে ছিল। কিন্তু মামলাকারীদের অভিযোগ, প্যানেলে নাম না থাকা সত্ত্বেও নিয়োগ হয়েছে বহু ব্যক্তির। একই সঙ্গে প্যানেলে নাম থাকার পরও বঞ্চিত হয়েছেন অগণিত হবু শিক্ষক। ফলে সেই নিয়োগ কমিটির বিরুদ্ধেও দেওয়া হল তদন্তের নির্দেশ।

কলকাতা হাইকোর্ট জানিয়েছে, সিবিআই কর্তাদের নিয়ে গঠিত হবে একটি কমিটি। জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বেই কাজ করবে ওই কমিটি। কার নির্দেশে বা সুপারিশে হয়েছিল ওই প্যানেল বহির্ভূত নিয়োগ তা অনুসন্ধান করবে এই কমিটি। পাঁচজনের বিরুদ্ধে বিশেষভাবে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। যে পাঁচ জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তাঁরা হলেন, শান্তি প্রসাদ সিনহা, এস আচার্য, পি কে বন্দ্যোপাধ্যায়, এ কে সরকার, টি পাঁজা।

অন্যদিকে, শিক্ষক নিয়োগে দুর্নীতির আরও একটি মামলায় সোমবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই নিয়োগের পিছনে কোনও প্রভাবশালী ব্যক্তি রয়েছেন কি না এবং কোনও আর্থিক লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখার কথা বলা হয় সিবিআইকে। যদিও এই মামলার রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবারও মামলা দায়ের করে রাজ্য। এবার মামলায় সিবিআইয়ের হস্তক্ষেপে বেরিয়ে আসে কী তথ্য, সেদিকেই নজর রাজ্যবাসীর।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর