করোনায় অনাথ হওয়া শিশুদের পর এবার কোভিডে মৃত সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রর

বাংলাহান্ট ডেস্কঃ করোনার কারণে অনাথ হওয়া শিশুদের পর এবার কোভিডে মৃত সাংবাদিকদের (journalist) পাশে কেন্দ্র সরকার। মৃত সাংবাদিকদের পরিবার প্রতি দেওয়া হবে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান- এমনটাই জানাল তথ্য ও সম্প্রচার মন্ত্রক (The Ministry of Information & Broadcasting)। তবে শুধুমাত্র করোনাই নয়, অন্যান্য কারণে মারা গিয়েছেন এমন ১১ জন সাংবাদিকের পরিবারকেও আর্থিক সাহায্যের বিষয়ে জানা গিয়েছে।

   

করোনার কারণে এখনও অবধি দেশে প্রায় ২৫০ জনের বেশি সাংবাদিকের মৃত্যু হয়েছে। তবে তাঁর মধ্যে ৪১ জন সাংবাদিকের পরিবারকে আর্থিক অনুদান স্বরূপ ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এবার আরও ২৬ জন মৃত সাংবাদিকের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করল কেন্দ্র সরকার।

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জার্নালিস্ট ওয়েলফেয়াল স্কিমের (Journalist Welfare Scheme) মাধ্যমে করোনার কারণে মৃত সাংবাদিকদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অমিত খাড়ে এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন।

জানা গিয়েছে, পূর্বেই ৪১ জন করোনা মৃত সাংবাদিকদের পরিবার প্রতি ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার পর এবার জার্নালিস্ট ওয়েলফেয়াল স্কিম কমিটির প্রস্তাবে আরও ২৬ জন কোভিডে মৃত সাংবাদিকদের পাশে দাঁড়াচ্ছে সরকার। দেওয়া হবে পরিবার পিছু ৫ লক্ষ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর