গরুপাচারের টাকার হাতসাফাই কিভাবে? এবার CBI-র র‍্যাডারে অনুব্রত কন্যার একাধিক কোম্পানি

বাংলা হান্ট ডেস্কঃ গত বৃহস্পতিবার সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়েছেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বর্তমানে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাংলায়। এর মাঝেই অনুব্রত মণ্ডলের সম্পত্তির দিকে নজর রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আর এবার তাদের র‍্যাডারে এলো অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডলের (Sukanya Mondal) নামে থাকা দুটি কোম্পানি।

   

উল্লেখ্য, গত কয়েকদিনে একাধিক স্থানে সন্ধান চালিয়েও অনুব্রত মণ্ডলের নামে বিশাল পরিমাণ সম্পত্তির খোঁজ পায়নি সিবিআই। এক্ষেত্রে সন্ধান পাওয়া একাধিক সম্পত্তি বেনামে বলে জানা গিয়েছে। তবে এদিন চাঞ্চল্যকর তথ্য উঠে এলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। সূত্রের খবর, তদন্ত প্রক্রিয়া চলাকালীন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের দুটি কোম্পানির নাম সামনে উঠে এসেছে, যার মধ্যে একটি agro কেমিক্যাল কোম্পানি বলেও জানা গিয়েছে; যেখানে ২৫ শতাংশ শেয়ার তৃণমূল নেতার নামে থাকলেও সিংহভাগ শেয়ারই রয়েছে সুকন্যার নামে।

সিবিআই সূত্রে খবর, এ সকল কোম্পানিগুলির মাধ্যমে খোঁজ মিলেছে একাধিক রাইস মিলের। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অনুমান, এ সকল কোম্পানির মাধ্যমেই বিশাল পরিমাণ অর্থ লুকিয়ে রাখা হতো। একই সঙ্গে অন্যান্য একাধিক কোম্পানিগুলিতে যে সিবিআইয়ের নজর রয়েছে, তা বলা বাহুল্য।

Anubrata mondal,sukanya mondal,tmc,cbi investigation,Central Bureau of Investigation

সূত্রের খবর, ২০১৭ সালের পূর্বে কোম্পানিগুলির মালিকানা অন্য সংস্থার হাতে টাকা থাকলেও পরবর্তীতে এটি নিজেদের হাতে তুলে নেয় অনুব্রত ও তাঁর পরিবার। বিগত বেশ কয়েক বছরে এ কোম্পানিগুলির কোটি কোটি টাকা সম্পত্তি বেড়েছে বলেও জানা গিয়েছে। এমনকি এক্ষেত্রে কোথা থেকে ঋণ নেওয়া হয়েছে, সে সম্পর্কে কোন স্পষ্ট ধারণা মেলেনি। সিবিআইয়ের অনুমান, গরু পাচারের অর্থ এ সকল কোম্পানিগুলির মাধ্যমে বিনিয়োগ করা হয়ে থাকতে পারে। এখন দেখার, এই প্রসঙ্গে নয়া কোনো তথ্য তাদের হাতে উঠে আসে কিনা।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর