১০ হাজার করে টাকা দিচ্ছে কেন্দ্র, সুবিধা পেতে আজই করে ফেলুন এই কাজ

বাংলা হান্ট ডেস্কঃ করোনায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সব শ্রেণীর মানুষ। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দিনমজুর-রা। এখন ধীরে ধীরে আবার শিল্পকারখানা আগের নিয়মে চলতে শুরু করলেও বড় পরিসরে এমন অনেক মানুষ রয়েছে যারা আগে দিন আনি দিন খাই নিয়মে রোজগার করতেন। তারা আর তাদের পুরোনো ব্যবসা শুরু করতে পারেননি।

   

এমন পরিস্থিতিতে, আপনার পরিচিত কেউ বা আপনি নিজে অসহায় বা দিশেহারা অবস্থায় থাকলে আপনার জন্য রয়েছে সুখবর। এখন আপনি ‘প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা’-এর অধীনে গ্যারান্টি ছাড়াই ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। এর স্কিমের আওতায় আসার জন্য আপনি আপনার কাছাকাছি কোনও ব্যাঙ্কে গিয়ে লোনের জন্য আবেদন করতে পারেন। কিন্তু তার আগে এই স্কিম সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

• এর আওতায় ঋণগ্রহীতার মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করা প্রয়োজন।
• মনে রাখবেন, এই ঋণটি তাদের জন্য উপলব্ধ হবে যারা ২৪ শে মার্চ ২০২০ বা তার আগে এই ধরনের কাজে নিযুক্ত ছিলেন।
• এই ঋণের পরিকল্পনার মেয়াদ শুধুমাত্র মার্চ ২০২২ পর্যন্ত, তার পরে আর আবেদন করা যাবে না। তাই শীঘ্রই এই পরিষেবাটি পেতে আবেদন করুন।
• রাস্তার বিক্রেতারা সে শহর হোক বা আধা-শহুরে এলাকার হোক কিংবা গ্রামীণই হোক না কেন, তিনি এই ঋণ পেতে পারেন।
• এই ঋণের সুদে ভর্তুকি পাওয়া যায় এবং ত্রৈমাসিক ভিত্তিতে অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরিত করা হয়।

১০ হাজার করে টাকা দিচ্ছে কেন্দ্র,সুবিধা পেতে আজই করে ফেলুন এই কাজ
New indian 2000 Rs Currency Note

এই স্কিমের আওতায় এসে লোন নেওয়ার পর আপনি মাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারবেন। জেনে রাখুন যে এই স্কিমের আওতায় আসা ছোট ব্যবসায়ীরা যদি পিএম স্বনিধি স্কিমের অধীনে প্রাপ্ত ঋণ নিয়মিত পরিশোধ করেন, তবে তাকে প্রতি বছর ৭ শতাংশ সুদ ভর্তুকি দেওয়ার কথা বলা আছে। সুদের ভর্তুকির পরিমাণ তিন মাস অন্তর অন্তর সরাসরি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। আপনি যদি সময়মতো ঋণ পরিশোধ করেন, তাহলে আপনার ভর্তুকি আপনার অ্যাকাউন্টে জমা হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর