প্রবীণ ব্যক্তিদের জন্য সুখবর আনলো মোদী সরকার,অটল পেনশন যোজনায় মিলবে মাসিক টাকা

বাংলাহান্ট ডেস্কঃ প্রবীণ ব্যক্তিদের জন্য কেন্দ্রীয় সরকার নিয়ে আসছে নতুন প্রকল্প। APY বা অটল পেনশন যোজনায় উপভোক্তারা নির্দিষ্ট মাসিক টাকা পাবেন। মাসিক ১০০০,২০০০,৩০০০,৪০০০ ও ৫০০০ টাকার মধ্যে যে কোনো একটি পাবেন তারা।

   

এক্ষেত্রে যারা এই প্রকল্পের আওতায় আসতে চান তাদের বয়স হতে হবে অবশ্যই ১৮-৪০ এর মধ্যে। যিনি আবেদনটি করবেন তার অবশ্যই একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যক্তিগত মোবাইল নম্বর থাকতে হবে।

মাসিক কিস্তিতে টাকা জমা রাখতে হবে। তবে ঠিক কত টাকা দিতে হবে তা নির্ভর করছে আবেদনকারীর বয়সের উপর। আবেদনকারীর যেই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে ব্যাংকের সঙ্গে কথা বলে অটল পেনশন যোজনার জন্য নির্দিষ্ট ফর্ম ফিল-আপ করতে হবে।

সেই ফর্মে অবশ্যই উল্লেখ করতে হবে আধার ও মোবাইল নম্বর। যে একাউন্ট নম্বর ফর্মে ভরা হবে তাতেই আপনার মাসিক টাকা কেটে নেওয়া হবে, তাই খেয়াল রাখতে হবে যাতে ব্যাংকে সেই পরিমাণ টাকা থাকে। তবে এই বিষয়ে বিশদে জানতে ব্যাংকের সাথে কথা বলে নেওয়া উচিত।

সম্পর্কিত খবর