আর্থিক ভাবে পিছিয়ে পড়া OBC-দের জন্য বড় পদক্ষেপ কেন্দ্রের, পাশ হতে চলেছে নতুন বিল

বাংলা হান্ট ডেস্কঃ গত সপ্তাহেই ওবিসি (OBC) শ্রেণীর অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীদের জন্য একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার। যার জেরে বর্তমানে সমস্ত মেডিকেল কলেজে ২৭% সংরক্ষণ পাবে ওবিসি বা অনগ্রসর শ্রেণীর ছাত্র ছাত্রীরা। এছাড়া অখিল ভারতীয় কোটার অধীনে ১০% সংরক্ষণ দেওয়া হয়েছিল আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণী ইউডব্লুএস (UWS) ক্যাটাগরির ছাত্রছাত্রীদেরও। এবার ফের একবার ওবিসি সম্প্রদায়ের কথা মাথায় রেখে বড় একটি আইন আনতে চলেছে কেন্দ্র।

এই আইনের অধীনে রাজ্যগুলি নিজ রাজ্যে আলাদা আলাদা ওবিসি শ্রেণীর তালিকা তৈরির স্বাধীনতা লাভ করবে। প্রসঙ্গত, গত মে মাসে এই নিয়ে একটি রায় দান করা হয়েছিল সুপ্রিমকোর্টের তরফে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, শুধুমাত্র কেন্দ্রই ওবিসি সম্প্রদায়ের তালিকা তৈরি করতে পারবে। যদিও কেন্দ্র সরকার এ বিষয়ে ৫ মে একটি রিভিউ পিটিশন দায়ের করে এবং সুপ্রিমকোর্টকে মতামত পুনর্বিবেচনার জন্য আর্জি জানায়। কিন্তু সেই পিটিশন খারিজ হয়ে গিয়েছে।

যার জেরে এবার সংবিধান সংশোধনের পথে হাঁটল কেন্দ্র সরকার। সূত্রের খবর অনুযায়ী সংসদের বর্ষাকালীন অধিবেশনেই পাশ হতে পারে এই বিল। এই বিল পাশ হলে রাজ্য গুলি নিজের মত করে ওবিসি শ্রেণীর তালিকা তৈরি করবে। সংবিধানের অনুচ্ছেদ ৩৪২-এ এবং ৩৬৬(২৬)-সি সংশোধনের মাধ্যমে এই নতুন আইন আনতে তৎপর মোদী সরকার (Modi government)।

narendar modi

আলাদা আলাদা রাজ্যে বেশ কিছু এমন জাতি রয়েছে যা এক রাজ্যে ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং অন্য রাজ্যে নয়। গুজরাটের প্যাটেল সম্প্রদায় এ ক্ষেত্রে একটি বড় উদাহরণ। এই বিল লাগু হলে রাজ্যের স্বাধীনতা এ ক্ষেত্রে অনেকটাই বাড়বে।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর