সরকারি দোকান থেকে রেশন নেওয়ার নিয়মে হতে চলেছে পরিবর্তন, বড় পদক্ষেপ কেন্দ্রের

বাংলা হান্ট ডেস্কঃ করোনা কালে রেশনের ক্ষেত্রে দরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষদের কথা মাথায় রেখে বিনামূল্যে রেশন দিচ্ছে কেন্দ্র। সরকারি রিপোর্ট অনুযায়ী ফ্রি রেশনের সুবিধা পাচ্ছেন প্রায় ৮০ কোটি মানুষ। কিন্তু এবার বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্যতার ক্ষেত্রে মানদণ্ডে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে খাদ্য ও জনবন্টন বিভাগ। এ বিষয়ে ইতিমধ্যেই রাজ্যগুলির সঙ্গে পরামর্শ করেছে কেন্দ্র। মানকগুলিও চূড়ান্ত করা হয়েছে, চলতি মাসেই তা লাগু করতে তৎপর খাদ্য ও জনবন্টন বিভাগ।

   

কিন্তু হঠাৎ কেন এ ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত? জানা গিয়েছে ফ্রী রেশনের সুবিধা পাচ্ছেন যে সমস্ত মানুষ, তাদের মধ্যে এমন অনেক লাভার্থী রয়েছেন যারা আসলে এই সুবিধা পাওয়ার যোগ্য নন। কিন্তু ধনী হওয়া সত্ত্বেও এই সরকারি ফ্রি রেশনের সুবিধা নিচ্ছেন তারা। এভাবে অযোগ্য ব্যক্তিদের হাতে যাতে সরকারি সুবিধা না পৌঁছায় এবং যারা সত্যিই অসুবিধার মধ্যে রয়েছেন তারাই যেন আরও বেশী সুযোগ পান এবার সেদিকেই নজর দিতে চাইছে কেন্দ্র সরকার।

মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ আপাতত দেশের ৩২ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে লাগু হয়েছে। যার জেরে এনএফএসএ বা খাদ্য সুরক্ষা আইনের সুবিধা পাচ্ছেন কোটি কোটি বেশি মানুষ। খাদ্য সুরক্ষা আইন সেই সমস্ত মানুষের জন্য অতি জরুরী যারা দরিদ্র এবং পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ। কিন্তু অনেক ক্ষেত্রেই এর সুবিধা ওঠাচ্ছেন অযোগ্য ব্যক্তিরা।

মন্ত্রকের পক্ষ থেকে খাদ্য ও জনবন্টন বিভাগের সচিব সুধাংশু পান্ডে জানিয়েছেন, গত ছয় মাস ধরে রাজ্যগুলির সঙ্গে মান পরিবর্তনের বিষয়ে বৈঠক চলছে। রাজ্যগুলির সাথে আলোচনা করে এ বিষয়ে মানদণ্ড নিশ্চিত করা হয়েছে। চলতি মাসেই তা লাগু করবে সরকার।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর