আবাস যোজনার পর এবার মিড ডে মিল নিয়ে তদন্ত! রাজ্যে ফের আসছে কেন্দ্রীয় প্রতিনিধিরা

বাংলা হান্ট ডেস্ক : আগামী ৩০ জানুয়ারি রাজ্যে আসছে মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে তদন্ত করার জন্য কেন্দ্রীয় দল। প্রধানত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধি নিয়ে যে জয়েন্ট রিভিউ মিশন তৈরি হয়েছে, তারই পরিদর্শন আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। এই পরিদর্শন চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

জানা যাচ্ছে, বিভিন্ন জেলায় জেলায় এই দলের সদস্যরা পরিদর্শন করবেন। পরিদর্শক আসার দিন ২০ জানুয়ারি ঠিক হলেও পরে তা পরিবর্তিত হয়ে ৩০ জানুয়ারি করা হয়। স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর এই পরিদর্শন নিয়ে গত সোমবার গুরুত্বপূর্ণ ও জরুরী বৈঠক ডাকে স্কুল শিক্ষা দফতর। ভার্চুয়ালি এই বৈঠকে রাজ্যের সব জেলার স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের পাশাপাশি প্রত্যেকটি জেলার মিড ডে মিলের আধিকারিকরাও হাজির ছিলেন। এরই সঙ্গে জেলাশাসকদের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা যায়।

mid day meal 2

সম্প্রতি মিড ডে মিলের খাবারের মান-সহ একাধিক বিষয় নিয়ে অভিযোগ তুলে কেন্দ্রে একটি নালিশ চিঠি পাঠান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরে মালদহের চাঁচল সহ একাধিক জায়গায় মিড ডে মিলের খাবার নিয়ে একাধিক অভিযোগ ওঠে। কোথাও মিড ডে মিলের রান্নায় মেলে সাপ, কোথাও টিকটিকি। তারপরই রাজ্যের সরকারি স্কুলে মিড ডে মিল পরিষেবা খতিয়ে দেখার জন্য বিশেষ দল পাঠানোর কথা জানায় কেন্দ্র। রাজ্য স্কুল শিক্ষা দফতরকে চিঠি দিয়ে এই পরিদর্শনের কথা জানানোও হয়।

কেন্দ্রের চিঠিতে কেন্দ্রীয় দলকে সব রকমের সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক রাজ্যকে যে চিঠি পাঠিয়েছে সেখানে মিড ডে মিল প্রকল্পে ১৬ দফা বিষয় নিয়ে পরিদর্শনের কথা বলা হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে, মিড ডে মিলের টাকা কেমন ভাবে স্কুলগুলিকে দেওয়া হয়, সেই প্রসঙ্গ, তেমনই রয়েছে মিড ডে মিলে জন্য জেলাস্তরের স্কুলে কী রকম পরিকাঠামো তাও। এরই সঙ্গে মিড ডে মিলের জন্য ব্যবহৃত খাদ্যদ্রব্য কোথা থেকে আসছে, কী উপায়ে তা স্কুলগুলিকে সরবরাহ করা হচ্ছে, এমন বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখার কথা এই কেন্দ্রীয় দলের।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর