কেন্দ্রের দায়িত্বে নিলাম হতে চলেছে “শত্রু সম্পত্তি”

নিলাম হতে চলেছে  “শত্রু সম্পত্তি” । আর সেই দায়িত্ব নিয়েছে কেন্দ্র।এই তালিকায় প্রথমেই আছে   বাংলার নাম  আর খুব তাড়াতাড়ি এই ধরনের সম্পত্তি নিলাম করা শুরু হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই এই রাজ্যে এই সংক্রান্ত দফতর ‘শত্রু সম্পত্তি’র তালিকা তৈরি শুরু করেছে। কিন্তু ‘শত্রু সম্পত্তি  বলতে অনেকেই ব্যপারটা বোঝেন না ।

এবার সেই নিয়ে ব্যাপার টা বলা দরকার ১৯৬৫ কিংবা ১৯৭১ সালের যুদ্ধের সময় ভারতে বাড়ি-ঘর ছেড়ে বাংলাদেশ, পাকিস্তান বা চিনে পাড়ি দিয়েছিলেন অনেকে। সেইসব সম্পত্তি যা মালিকহীন অবস্থায় ভারতে রয়েছে, সেগুলিকেই বলে ‘শত্রু সম্পত্তি’। আর সেই সম্পত্তি এভাবে ফেলে রাখতে চান না কেন্দ্র আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েচে । এ রাজ্যে এই ধরনের সম্পত্তির সংখ্যা ২৭৬৪।

AZ 10

 

 

 

 

সেগুলি সবব নিলাম করা হবে। আর গত মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোটা ভারতে ছড়িয়ে থাকা ৯৪০০ শত্রু সম্পত্তি নিলাম করার জন্য একটা কমিটি গঠন করেছিলেন।আর সেই ভিত্তিতেই এবার কোথায় সম্পত্তি নিলাম হবে তা ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে। সেই নিয়ম মেনেই এবার হবে এই নিলাম। ২০১৭ সালে এনিমি প্রপার্টি অ্যাক্ট ও ১৯৭১ সালের পাবলিক প্রেমিসেস অ্যাক্টের সংশোধনী আনা হয়েছে । অবশ্য তা ছিলো ১৯৬৮ সালের নিয়ম অনুযায়ি ।  সরকার পক্ষ থেকে এই সম্পত্তি নিয়ে নেওয়া হবে ।

১৯৬২, ১৯৬৫ বা ১৯৭১ সালে যাঁরা এ দেশে বাড়ি-ঘর ছেড়ে চলে গিয়েছিলেন তাঁদের উত্তরাধিকারীরা পরবর্তীকালে আর সেই সম্পত্তির মালিকানা পাবেন ।  একজন সরকার অধিকারিক তিনি এই সম্পত্তি নিলামের ব্যপারে জানিয়েছেন   “এই কাজের প্রথম ধাপ হল শত্রু সম্পত্তি গুলিকে নতুন আইনের আওতায় নিয়ে আসা। যাতে সেই সম্পত্তির উপর কেউ মালিকানা দাবি না করতে পারে। আমরা সেই কাজই করছি। এছাড়াও যেসব আইনি কাজ থাকে সেগুলো করা হচ্ছে” । এবার নিলামের দিন শিঘ্রই জানানো হবে।

সম্পর্কিত খবর