চাণক্য নীতি : জেনেনিন কোন ধরনের মানুষ সব সময় অর্থকষ্টে ভোগে !

বাংলাহান্ট ডেস্কঃ কিছু মানুষ অনেক উপার্জন করেন কিন্তু কখনোই আর্থিক সমৃদ্ধি প্রত্যক্ষ করতে পারেন না, আসুন জেনে নি এই ধরনের মানুষ সম্পর্কে কি বলছেন চাণক্য (chanakya)

chanakya

ভারতের মাটিতে যে সব মহান ব্যক্তি জন্ম নিয়েছেন তাদের মধ্যে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের প্রধানমন্ত্রী চাণক্য (chanakya) প্রাতঃস্মরণীয়। এখনো পর্যন্ত তার মত একাধারে রাজনীতি, কূটনীতি, যুদ্ধ বিশারদ ও অর্থনীতিবিদ মানুষ ভারতের মাটিতে জন্ম নেয় নি। চন্দ্রগুপ্তের মহামন্ত্রী হলেও তিনিই ছিলেন সাম্রাজ্যের আসল চালিকাশক্তি। চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহন থেকে শুরু করে নির্বিঘ্নে রাজ্য শাসন সমস্তই তারই উর্বর মস্তিষ্কের ফসল।

ভারতীয় সাহিত্য ও লোকগাঁথায় চাণক্য এক কিংবদন্তি স্বরূপ। তিনি তার বিশাল জ্ঞান লিপিবদ্ধ করেছিলেন অর্থশাস্ত্র ও চাণক্য নীতি নামের দুটি গ্রন্থে। বস্তুত এই দুই গ্রন্থে চাণক্যের দেওয়া উপদেশাবলি যদি কেউ অক্ষরে অক্ষরে মেনে চলতে পারে তবে নাম, যশ, খ্যাতি ও সম্পদের চূড়ায় ওঠা সম্ভব।

যে সকল মানুষ ইতিবাচক চিন্তা ভাবনা করেন না তাদের ঘরে কখনোই লক্ষী বসবাস করে না। নেতিবাচকতা একজন ব্যক্তির দক্ষতা নষ্ট করে দেয়। ভাল মন্দের বিভেদ বোঝার ক্ষমতা দূর করে। পাশাপাশি যে মানুষ খারাপ কাজ করে এবং লোকের নামে খারাপ কথা শুনতে আগ্রহী তারাও লক্ষীহীন হন। পাশাপাশি, লোভী মানুষেরও কখনো অর্থকষ্ট দূর হয় না৷ লোভ মানুষকে নিষ্ঠুর ও স্বার্থপর করে তোলেন। এই ধরনের মানুষকে মা লক্ষী একেবারেই পছন্দ করেন না

সম্পর্কিত খবর