চাণক্য নীতি : জীবনে সফল হতে গেলে আপনাকে এই কাজটি করা শিখতেই হবে

chanakya niti : ভারতে জন্মানো এক কিংবদন্তি চাণক্য। চন্দ্রগুপ্ত মৌর্যের এই প্রধানমন্ত্রী শুধু কূটনীতি, রাজনীতি বা অর্থশাস্ত্রের বিশেষজ্ঞ ছিলেন না। তার গভীর জীবন দর্শন আজও আমাদের পথ চলতে সাহায্য করে।

জীবনে চলার পথে কি কি উচিত আর কিই বা অনুচিত চাণক্য তা লিখে গেছেন ‘চাণক্য নীতি’ নামের গ্রন্থে। আসুন জেনে নি সফল হওয়ার মূলমন্ত্র হিসাবে কোন কাজ শিখতে বলেছেন আচার্য চাণক্য

TOP BEST chanakya quotes

চাণক্যের মতে জীবনে সফলতার রাস্তা হল অর্থ সঞ্চয়। সে ব্যাক্তি অর্থ সঞ্চয় করতে জানেন না। তার জীবনে নানা রকম বাধা বিপত্তি সমস্যার সৃষ্টি করে। তাই অর্থের সঞ্চয় সম্পর্কে জানতেই হবে যদি সাফল্য লাভ করতে হয়৷

ভারতের অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ চাণক্যের মতে যারা অপ্রয়োজনীয় খরচ করে তাদের দুঃসময়ে অনেক কষ্ট করতে হয়। তাই চাণক্য অর্থ সম্পর্কে যে উপদেশ দিয়েছেন তা কখনো ভুলে যাবেন না। আসুন যেনে নি এই উপদেশাবলি

কখনোই আয়ের চেয়ে বেশি খরচ করবেন না। আয়ের চেয়ে বেশি ব্যায় পরবর্তীতে তীব্র আর্থিক সংকট ডেকে আনে। তাই ছোট ছোট বাজে খরচও এড়িয়ে চলুন। বরং একটু একটু করে অর্থ জমানোর পরামর্শ দিয়েছেন চাণক্য।

পাশাপাশি তিনি বলেছেন, ছোট থেকেই শিশুদের মধ্যে এই প্রবণতা গড়ে তুলতে হবে।চাণক্য বলেছেন, অর্থ সঞ্চয় একটি শিল্প। যিনি অর্থ সঞ্চয় করতে জানেন না তিনি কোনো দিন সফল হতে পারেন না৷ সুতরাং সফল হতে গেলে আপনাকে টাকা জমাতে জানতেই হবে।

 

 

সম্পর্কিত খবর