চাণক্য নীতি : এই তিন জিনিসে সর্বদা তুষ্ট থাকুন, না হলে বড় সমস্যায় পড়তে পারেন আপনি

আচার্য চাণক্য (chanakya) প্রাচীন ভারতের একজন অত্যন্ত পন্ডিত, রাজনৈতিক ও কূটনৈতিক ব্যাক্তিত্ব। পাশাপাশি জীবন সম্পর্কে তার ছিল গভীর জ্ঞান। তার উপদেশ মেনে চললে জীবনে কোনো সমস্যাই আপনাকে ছুঁতে পারবে না। আচার্য চাণক্য তার গ্রন্থে এই তিন জিনিসে সর্বদা তুষ্ট থাকতে বলেছেন। তিনি বলেছেন, কোনো মানুষ যদি এই তিন জিনিসে তুষ্ট না হতে পারে তবে তার জীবনে বড় সমস্যার জটিলতা তৈরি হয়। এবং সেই জটিলতার আবর্ত ধীরে ধীরে তার জীবনের সুখকে গ্রাস করে নেয়

chanakya A

স্ত্রীর রূপ : অর্ধাঙ্গিনী রূপের ব্যাপারে সব সময় তুষ্ট থাকতে বলেছেন আচার্য চাণক্য। তিনি যতই সুন্দর বা কুৎসিত হোন না কেন, স্ত্রীর প্রতি সব সময় সন্তুষ্টি থাকা প্রয়োজনীয়। কোনো অবস্থাতেই অন্য মহিলার প্রতি আকৃষ্ট হতে নিষেধ করেছেন চাণক্য। পরকীয়াকেও কঠোর ভাবে এড়িয়ে চলেছেন তিনি। অন্য মহিলার রূপে মুগ্ধ হলে জীবনে বড় সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।

খাবার : জীবনে যে খাবারই পাচ্ছেন তা নিয়ে সন্তুষ্ট থাকুন। খাবারের প্রতি সম্মান প্রদর্শন করুন। খাবারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন।

টাকা : আপনার কাছে যে পরিমাণ টাকা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে বলেছেন আচার্য চাণক্য। নিজের আয়ের চেয়ে কখনোই বেশি খরচ করবেন না। নিজের অর্থনৈতিক অবস্থা বিচার করে তবেই খরচ করুন।

পাশাপাশি চাণক্য শিক্ষা, দান ও জপ নিয়ে কোনোদিনই সন্তুষ্ট হতে বারণ করেছেন৷ জীবনে যত এই জিনিসগুলি করে যাবেন ততই আপনার জীবন সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হয়ে উঠবে। সুখী থাকবেন আপনি

 

 

সম্পর্কিত খবর