জীবনে চলার পথে অবলম্বন করুন এই চারটি সাবধানতা, বলছে চাণক্য নীতি

বাংলা হান্ট ডেস্ক :আমাদের জীবন সঠিকভাবে চলার জন্য এবং জীবনে যে কোনও ধরনের বিপত্তি এড়ানোর জন্য চানক্য বেশ কয়েকটি নীতির কথা বলে গেছেন৷ সাবধানতার কথাও বলেছেন, চাণক্য নীতির দশম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে জীবনে চলার পথে সাফল্যের জন্য এবং বিপদ এড়ানোর জন্য চারটি সাবধানতার কথা বলা হয়েছে৷ যেগুলি অবলম্বন করলে দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়া যায়, আবার সাবধানতা অবলম্বন করলে জীবনে উন্নতি আসে৷ আর এই চারটি পর্যায় হল-      TOP BEST chanakya quotes

  1. জল পান করার সময় তা যেন কাপড় দিয়ে ছেঁকে পান করা হয়৷ এতে এক দিক থেকে যেমন শারীরিক সুস্থতা বজায় থাকে অন্য দিক থেকে তা আমাদের জন্য মঙ্গলকর৷
  2.  কোথাও পা রাখার সময় সর্বদা ভাল করে জায়গাটি দেখে নেওয়া উচিত৷ না হলে হঠাত্ করে পা ফেললে বা পা রাখলে চোট পাওয়া বার দুর্ঘটনার মুখোমুখি হওয়া সম্ভাবনা থাকে৷
  3.  কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলতে হবে কারণ হঠাত্ করে এমন কিছু বলা হলো যা নিয়ে ভবিষ্যতে অনুশোচনা করতে হয় এবং জীবনে চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে৷
  4.  যে কোনও কাজ করার আগে ভাবনা চিন্তা করে কাজ করতে হবে, কাজটির ফল কী হতে পারে তা আগে থেকে ভেবে নিতে হবে৷ ভাবনা চিন্তা করে কাজ করলে তা হলে জীবনে উন্নতি সম্ভব৷

সম্পর্কিত খবর