চাণক‍্য নীতি: সন্তানের সামনে পিতা মাতার এই আচরণ উচিত নয়

বাংলাহান্ট ডেস্ক: ভারতের ইতিহাসে চাণক্য (chanakya) একজন মহান তথা বিচক্ষণ পুরুষ। একাধারে তিনি ছিলেন রাজপরামর্শদাতা, শিক্ষক, দার্শনিক ও অর্থনীতিবিদ। তাঁর সময়কাল থেকে এখনও পর্যন্ত তাঁর পরামর্শ ও নীতি মানুষের দৈনন্দিন জীবনে প্রচুর সাহায্য করেছে। চাণক্যের লেখা ‘চাণক্য নীতি’ ও  ‘অর্থশাস্ত্র’ বইদুটি সমকালীন সমাজ ও অর্থনীতিতেও একই রকম তাৎপর্যপূর্ণ।
চাণক‍্য নীতি বইটিতে সন্তানদের সম্মুখে পিতা মাতার উচিত ব‍্যবহার সম্পর্কেও লিখে গিয়েছেন চাণক‍্য। তিনি বলেছেন, পিতা মাতার আচরণ সন্তানের ওপর খুব তাড়াতাড়ি প্রভাব ফেলে। তাই বাবা মায়ের উচিত সবসময় আদর্শ, নম্র স্বভাব ও সততার পরিচয় দেওয়া।


অহংকার করবেন না- আপনি যদি কর্মক্ষেত্রে কোনও উচ্চপদে থাকেন তাহলে সন্তানের সামনে অহংকার করবেন না। সন্তানের সামনে অহংকার দেখালে তার মস্তিষ্কে কুপ্রভাব পড়তে পারে। সন্তানের মনটাকে ভাল ভাবে গড়ে তোলার জন‍্য পিতা মাতাকেই আগে সৎ হতে হয়।
একে অপরের প্রতি সম্মান প্রদর্শন- স্বামী স্ত্রীর সব সময়েই একে অপরের প্রতি সম্মান দেখানো জরুরি। কিন্তু পিতা মাতা হওয়ার পরে সন্তানের সামনে সেই সম্মান প্রদর্শনটা আরও বাড়ানো উচিত‌। চাণক‍্যের মতে যেসব সংসারে মাতা পিতার মধ‍্যে সদ্ভাব থাকে না সেই সব সংসারে সন্তানের মানসিক সুস্থতাও ঠিক হয় না। অনেক সময় এমন পরিস্থিতি তাদের খারাপ পথেও পরিচালিত করে।
কথাবার্তার প্রতি লক্ষ‍্য রাখুন- পিতা মাতা কার সঙ্গে কেমন ভাবে কথা বলছে সেই দিকে বিশেষ নজর থাকে সন্তানের। তাই সন্তানের সামনে নিজের কথাবার্তার প্রতি লক্ষ‍্য রাখুন। যদি আপনি কারুর সঙ্গে অভদ্র ভাবে কথা বলেন তাহলে সন্তানও সেভাবেই কথা বলতে শিখবে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর