চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ৬০ ছাত্রীর স্নানের ভিডিও ভাইরাল! আত্মহত্যার চেষ্টা, গ্রেফতার ২

বাংলা হান্ট ডেস্কঃ পাঞ্জাবে (Punjab) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে (চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়) ছাত্রীদের স্নান করার সময়কার ভিডিও রেকর্ড এবং পরবর্তীতে তা অনলাইনে ভাইরাল করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বেশ কয়েকজন ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। সব মিলিয়ে পাঞ্জাবের এই ঘটনায় বর্তমানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। এ ঘটনায় অভিযুক্ত এক ছাত্র এবং অপর এক ছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এক্ষেত্রে ছাত্রীটি ভিডিও ফাঁসের ঘটনায় প্রধান অভিযুক্ত বলে জানা যাচ্ছে।

ঘটনাটি পাঞ্জাবের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের।সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে স্নান করার সময় মোট ৬০ জন ছাত্রীর ভিডিও রেকর্ড করা হয় এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় সেটিকে ভাইরাল করে দেওয়া হলে জনসমক্ষে আসে সম্পূর্ণ ঘটনাটি। এই ঘটনায় ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শনে নেমেছে অসংখ্য পড়ুয়া।

অভিযোগ, ভিডিওটি প্রকাশ্যে আসতেই বহু ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে অজ্ঞান হয়ে যাওয়া এক পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আবার অপরদিকে আত্মহত্যার অভিযোগটি মানতে নারাজ প্রশাসন।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ইতিমধ্যেই মোহালি থেকে এক ছাত্রী এবং পরবর্তীতে এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। মোহালির এক পুলিশ আধিকারিক জানান, “হোস্টেলে ছাত্রীদের একটি ভিডিও প্রথমে রেকর্ড করা হয় এবং পরবর্তীতে অনলাইনে সেটিকে ভাইরাল করে দেওয়া হয়। এই অভিযোগটি সামনে আসতেই আমরা তদন্ত শুরু করে দিয়েছি। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো ছাত্রীর আত্মহত্যা কিংবা মৃত্যুর অভিযোগ সামনে আসেনি। প্রত্যেকের মেডিকেল রেকর্ড নেওয়ার পাশাপাশি একাধিক তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। আপনারা ধৈর্য ধরুন। দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।”

তবে বিক্ষোভ প্রদর্শনকারী পড়ুয়াদের অভিযোগ, আপত্তিকর ভিডিওটি অনলাইনে ভাইরাল হওয়ার পরেই মোট আটজন ছাত্রী আত্মহত্যার করার চেষ্টা করে এবং পরবর্তীতে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

Punjab

এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজ্যোৎ সিং বেনইস বলেন, “অভিযুক্তরা কোনোমতেই ছাড় পাবে না। আপনারা দয়া করে শান্ত থাকুন। সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি। এই ঘটনায় আমাদের বোন এবং মেয়েদের সম্মান জড়িয়ে রয়েছে। পুলিশ তদন্ত করছে। খুব দ্রুত আসল সত্যতা সামনে উঠে আসবে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর