চাঁদের কাছে পৌঁছে গেল চন্দ্রযান টু, আজই বিচ্ছিন্ন হবে ল্যান্ডার বিক্রম

সাফল্যের আরও একধাপ এগিয়ে গেল ভারত। চাঁদের কাছে পৌঁছে গেল চন্দ্রযান টু, তাই আজই চন্দ্রযান টু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ল্যান্ডার বিক্রম। ভারতীয় সময় দুপুর 12:45 মিনিট থেকে প্রক্রিয়াটি শুরু হবে যা চলবে টানা এক ঘণ্টা অবধি। রবিবার পঞ্চমবার অর্থাত্ শেষ বার কক্ষপথ বদল করেছে যানটি। জানা গিয়েছে এখনও অবধি সব কিছু ঠিক ঠাক রয়েছে চন্দ্রযান টু এর। তাই আর কিছুক্ষণের মধ্যেই চন্দ্রযান টু থেকে সফল ভাবে ল্যান্ডার বিক্রমকে আলাদা করলেই চাঁদের দক্ষিণ মেরুতে পাওয়া রাখবে চন্দ্রযান টু।

   

যদিও হাতে এখনও দুই দিন সময় রাখতে হবে কারণ মোট সাত বাড়ির জন্য কক্ষপথ বদল করার কথা চন্দ্রযান টু এর। তাই মঙ্গল ও বুধবার দুদিনই কক্ষপথ দুবার বদল করবে ল্যান্ডার বিক্রম। তার পর চাঁদে নামবে। যদি এই সমস্ত প্রক্রিয়াটিই ঠিকঠাক ভাবে চলে তা হলে 7 সেপ্টেম্বর তারিখে রাত 2:30 এর মধ্যেই চাঁদে পা দেবে চন্দ্রযান টু।

উল্লেখ্য, 22 জুলাই তারিখে অন্ধপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে সফল উত্ক্ষেপণ হয় চন্দ্রযান টু এর। টানা বাইশ দিন পৃথিবীর কক্ষপথে ঘোরাঘুরি করার পর 14 আগস্ট পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে যানটি। 20 আগস্ট চন্দ্রযান টু চাঁদের কক্ষপথে পৌঁছে যায়। পাঁচটি ধাপে চাঁদের থেকেই যানটির দূরত্ব কমিয়েছে ইসরো। তাই আপাতত ল্যান্ডার বিক্রমের বিচ্ছিন্ন করণের দিকে চোখ রাখছে ইসরোর বিজ্ঞানীরা।

সম্পর্কিত খবর