আজ সকালেই চাঁদের কক্ষপথে পা রাখলো ইসরো চন্দ্রযান-২ গোটা প্রক্রিয়াটির সাফল্য নির্ভর করছে তার গতির ওপর

বাংলা হান্ট ডেস্ক: আজই চাঁদের কক্ষপথে প্রবেশ করলো চন্দ্রযান ২।এরপর পর সেখানে পনের দিন পাক খাবে চন্দ্রযান-২।
সম্ভবত আগামী ৭ সেপ্টেম্বর নাগাদ চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান-২।

তবে এক্ষেত্রে একটা আশঙ্কা থেকে যায়। যে গতি নিয়ে এটির চাঁদের কক্ষপথে চন্দ্রযান-২ এর ঢোকার কথা তার থেকে বেশি গতি থাকলে এটি চাঁদের কক্ষপথ থেকে ছিটকে মহাশূন্যে হারিয়ে যাবে।ইসরো সূত্রে খবর, এই গতির কারণেই গোটা প্রক্রিয়াটির সাফল্য নির্ভর করছে চন্দ্রযান-২ এর গতির ওপরে।

   

সম্পর্কিত খবর