শনি এবং রাহুর কুপ্রভাব সরাতে এখুনি বদলে ফেলুন এই সকল অভ্যাস, নাহলে ঘোর অমঙ্গল

বাংলাহান্ট ডেস্কঃ মানুষের জীবনে শনির (shanidev) কুপ্রভাব, ভয়ঙ্কর বিপদ ডেকে আনে। তাই সকলেই চান, যেকোন মূল্যে শনিদেবকে সন্তুষ্ট রাখতে। তবে সেইসঙ্গে রাহুকে (Rahu) সন্তুষ্ট রাখারও বেশ প্রয়োজন রয়েছে। কোন ব্যক্তির জীবনে যদি শনিদেব এবং রাহুর সুদৃষ্টি থাকে, তাহলে কোন বিপদ সেই ব্যক্তির আশেপাশে ঘেঁষতে পারে না। তাই সর্বদা চেষ্টা করা হয় কিভাবে শনিদেব এবং রাহুকে সন্তুষ্ট রাখা যায়। জেনে নিন কয়েকটি সহজ উপায়-

shanidev

ঘুম থেকে উঠে বাসি বিছানা ফেলে না রেখে, বিছানা গুছিয়ে নিয়ে তারপর কাজ শুরু করুন।

পুজোর ঘর এবং পুজোর স্থান সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন। তাহলে বাড়িতে এবং জীবনে পজেটিভ শক্তির প্রবেশ ঘটে। কোন নেগেটিভ শক্তি জায়গা পাবে না।

বাইরের কাজ থেকে ফিরে হাত পা ধুয়ে পরিস্কার পরিচ্ছন্নভাবে ঘরে এবং বিছানায় উঠবেন।

shanicharya amavasya mantra jpg

বাড়িতে অতিথি এলে সর্বপ্রথম জল খেতে দেবেন, অন্যকিছু নয়।

কখনই খাওয়া দাওয়া সেরে টেবিলে এঁটো বাসন ফেলে রাখবেন না।

জুতো পড়ে কখনই খটখট শব্দ করবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট হন।

স্নান সেরে কখনই রাথরুমে জামা কাপড় ছড়িয়ে রেখে আসবেন না, সঙ্গে করে নিয়েই আসবেন।

shanidev mantra

কখনই বাইরে থেকে এসে জুতো ছড়িয়ে রাখবেন না।

বাড়িতে গাছ থাকলে জল দিতে কোনওসময় ভুলবেন না, সবরময় জল দিতে সতেজ রাখবেন।

এইসকল নিয়ম মেনে চললে জীবনে রাহুর কুপ্রভাব এবং শনিদেবের কুদৃষ্টি  থেকে রক্ষা পাবেন। জীবনে ফিরবে সুখের দিন।সংসারে সর্বদা বজায় থাকবে হাসি আর আনন্দ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর