SBI-তে অ্যাকাউন্ট থাকলে জমা করা টাকার ওপরেও কাটবে চার্জ! মাথায় হাত কোটি কোটি গ্রাহকের

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক হিসেবে বিবেচিত হচ্ছে SBI (State Bank Of India)। দেশের প্রায় প্রতিটি প্রান্তেই রয়েছে এই ব্যাঙ্কের শাখা। শুধু তাই নয়, দেশের কোটি কোটি মানুষের অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাঙ্কেই। এমতাবস্থায়, আপনারও যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এমনিতেই আমরা জানি যে, ব্যাঙ্কিং ক্ষেত্রে লেনদেনের সময়ে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় গ্রাহকদের। ঠিক সেই রেশ বজায় রেখেই এবার SBI-এর একটি নিয়মের প্রসঙ্গ উঠে আসছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আসলে স্টেট ব্যাঙ্কের এমন একটি নিয়ম রয়েছে যেখানে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা থাকলেও সেই অ্যাকাউন্ট থেকেই চার্জ কেটে নেওয়া হয়।

   

হ্যাঁ, বিষয়টি জেনে কিছুটা অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি। মূলত, ক্যাশ ডিপোজিট মেশিন (Cash Deposit Machine) থেকে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে এই চার্জ ধার্য করা হয়। এমতাবস্থায়, বর্তমান প্ৰতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

আরও পড়ুন: গ্রাহকদের জন্য সুখবর! এবার এই বড়সড় নজির গড়ল SBI

ATM-এর মতো ক্যাশ ডিপোজিট মেশিন: প্রথমেই জানিয়ে রাখি যে, ক্যাশ ডিপোজিট মেশিন হল ATM মেশিনের মতোই। পাশাপাশি, SBI-এর অধিকাংশ ATM মেশিনের সাথেই ক্যাশ ডিপোজিট মেশিন সংযুক্ত থাকে। যেখানে আপনি সরাসরি ক্যাশ ডিপোজিট করতে পারেন। অর্থাৎ, আপনি ব্যাঙ্কের শাখায় না গিয়েও তাৎক্ষণিকভাবে আপনার অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার জন্য এই মেশিনটি ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: ২.৫ লাখের কাছাকাছি কর্মসংস্থান! চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ ভারতীয় রেলে, আবেদন করুন আজই

তবে, এক্ষেত্রে মাথায় রাখতে হবে, আপনি যে টাকা জমা করছেন সেই নোটগুলি যেন পরিষ্কার থাকে। পাশাপাশি, নোট ছিঁড়ে গেলে বা সেগুলি খুব পুরোনো হলে মেশিন নোটগুলি গ্রহণ করবে না।

Charges will also apply on money deposited in SBI account

রয়েছে বিশেষ নিয়ম: এই মেশিনে টাকা জমা করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তবে, এর জন্য কেটে নেওয়া হয় চার্জও। যেটির পরিমাণ হল ২৫ টাকা বা তারও বেশি। মূলত, এটি ডিপোজিট চার্জ হিসেবে কেটে নেওয়া হয়। এছাড়াও, এই চার্জের পরিমাণ টাকা অনুযায়ী বাড়তেও পারে। এক্ষেত্রে প্রতিটি লেনদেনের লিমিট হল ৪৯,৯০০ টাকা। এছাড়াও, আপনি এই মেশিনের মাধ্যমে আপনার PPF, RD এবং লোন অ্যাকাউন্টে টাকা জমা করতে পারেন। জানিয়ে রাখি যে, এই মেশিন শুধুমাত্র ১০০, ৫০০ এবং ২,০০০ টাকার নোট গ্রহণ করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর