ছত্তিসগড়ে বুলেট প্রুফ জ্যাকেট পরে সেনার উপর হামলা মাওবাদীদের! নিখোঁজ ১৭ জওয়ান

বাংলা হান্ট ডেস্কঃ ছত্তিসগড়ের (Chhattisgarh) সুকমায় (Sukma) ভারতীয় সেনার (Indian Army) জওয়ানদের উপর নকশালিরা (Naxal) বড় হামলা করেছে। ২০২০ এর এটাই সবথেকে বড় হামলা বলে ধরা হচ্ছে। গত শনিবার দুপুরে সুকমা চিন্তাগুফা পুলিশ থানা এলাকার কসালপাড় আর মিনপা এর মধ্যে নকশালিরা সেনার উপর হামলা করে দেয়। জওয়ানরা সার্চিং করে ক্যাম্পে ফেরত আসছিলেন। এই হামলায় সেনার ১৭ জন জওয়ান নিখোঁজ হয়ে গেছেন বলে জানা যাচ্ছে। এছাড়াও ১৪ জন আহত হয়েছে। আহত জওয়ানদের শনিবার রায়পুরে এয়ারলিফট করা হয়েছে। প্রায় ৩০০ ডিআরজি আর এসটিএফ এর জওয়ান ওই এলাকায় অপারেশনের জন্য বেরিয়েছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুর আড়াইটে নাগাদ নকশালিরা এই হামলা চালায়। প্রচুর পরিমাণে নকশাল জঙ্গিরা সেনাকে ঘিরে এই হামলা চালায়। এরপর নকশালিরা সেখান থেকে পালিয়ে যায়। এই হামলার পর আলাদা আলাদা করে জওয়ানদের ক্যাম্পে নিয়ে আসা হয়। কিন্তু রবিবার সকালে ১৭ জওয়ানের খোঁজ পাওয়া যায় না। ঘন জঙ্গল আর আবহাওয়া খারাপ থাকার কারণে তল্লাশি অভিযানে সমস্যার সৃষ্টি হচ্ছে। শোনা যাচ্ছে যে, ড্রোনের সাহায্যে জওয়ানদের তল্লাশি চালানো হচ্ছে।

সুকমায় এই হামলার পর জওয়ানদের নিখোঁজ হওয়া খবর সামনে আসতেই পুলিশের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শনিবার রাতে ডিজিপি ডিএম অবস্থি মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের সাথে সাক্ষাৎ করেন। উনি এই হামলা নিয়ে মুখ্যমন্ত্রীকে জানান। মুখ্যমন্ত্রী বাঘেল জরুরী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নকশাল জঙ্গিদের বড় লিডারের ক্যাম্পে থাকার খবর পেয়েছিল সেনা। এরপর সার্চিং এর জন্য জওয়ানরা বেরিয়েছিলেন। সেই সময় জঙ্গিরা সেনার উপর হামলা করে দেয়। এই হামলায় পুলিশ ৪ থেকে ৫ জন নকশাল জঙ্গির মৃত্যুর দাবি করেছে। শোনা যাচ্ছে যে, নকশালিরা বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল। নকশাল জঙ্গিদের লিডার হিড়মা এই সংঘর্ষে আহত হয়েছে। যদিও, সেনা এখন নিখোঁজ জওয়ানদের উদ্ধারের জন্য তল্লাশি অভিযান চালাচ্ছে শুধু। আর এখনো পর্যন্ত কোন জওয়ানের শহীদ হওয়া খবর পাওয়া যায়নি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর