গ্যাসের সাবসিডি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে কি না চেক করুন মোবাইলে, না হলে জানান অভিযোগ

বাংলা হান্ট ডেস্ক : বর্তমানে দেশের অধিকাংশ মানুষ এখন এলপিজির ওপর নির্ভরশীল৷ মোদী সরকারের আমলে গ্রাহকদের প্রতি সিলিন্ডার পিছু সাবসিডি বা ভর্তুকি দেওয়ার পদ্ধতি চালু হয়েছে৷ কিন্তু অনেক সময় সিলিন্ডার তোলার পরেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি ঢুকছে না এমন অভিযোগ বার বার উঠছে৷ যদিও এই সমস্যার জন্য ব্যাংকের বা এলপিজি ডিস্ট্রিবিউটর কিছুটা হলেও দায়ী থাকে৷ এমন অনেক গ্রাহক আছেন যাঁরা গ্যাস সিলিন্ডার তোলার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি ঢুকল কি না তা চেক করেন না কিন্তু এটি চেক করা অবশ্যই দরকার৷24SEPTDHR01 LPG25THINDANE.jpg

বর্তমানে ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দামের মধ্যে 170 টাকার পার্থক্য রয়েছে৷ তবে আপনি যদি ভর্তুকি যুক্ত গ্রাহক হন সে ক্ষেত্রে আপনি বাড়িতে বসে মোবাইলেই ভর্তুকি ঢুকল কি না তা জানতে পারবেন এই ভাবে৷ এলপিজির ওয়েবসাইট www.mylpg.in এ গিয়ে ডান দিকে তিনটি এলপিজি গ্যাস কম্পানির নাম দেখতে পাবেন আর সেগুলি হল এইচপি ইন্ডিয়ান ভারত৷ আপনি যে কোম্পানির গ্রাহক সেখানে গিয়ে ক্লিক করবেন৷ এর পর একটি নতুন পেজ খুলবে সেখানে দিয়ে ডান দিকে সাইন ইন বা নিউ ইউজার অপশন পাবেন৷ নিউ ইউজার হলে আপনি আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে একটা আইডি খুলে নিন৷

এর পর লগ্নি করার পরে আপনি নতুন পেজের ডান দিকে ভিউ সিলিন্ডার বুকিং হিস্ট্রি অপশনটি দেখতে পাবেন৷ আর সেখানে ক্লিক করলেই কোন মাসে কত টাকা সাবসিডি ঢুকেছে তা আপনি দেখতে পাবেন আর যদি সব সেটি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ফিডব্যাক অপশনে গিয়ে অভিযোগ দায়ের করার সুযোগ রয়েছে৷ এমনকি ফোনের মাধ্যমেও আপনি অভিযোগ জানাতে পারেন, 18002333555 টোল ফ্রি নম্বরে গিয়ে আপনার সমস্যার কথা জানাতে পারেন৷

সম্পর্কিত খবর