IPL-র উদ্বোধনী ম্যাচে দর্শকহীন স্টেডিয়ামেও শোনা গেল সমর্থকদের গগনভেদী চিৎকার, দেখা গেল চিয়ারলিডার্স

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বজুড়ে করোনা উদ্বেগের মধ্যেই শুরু হয়ে গেল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। করোনা ভাইরাসের কারণে এই বছর ভারত থেকে স্থানান্তরিত করে আইপিএল করা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে। আইসোলেশন, সোশ্যাল ডিসটেন্স করোনা টেস্ট, জৈব সুরক্ষা বলয় এই সকল নিয়ম নীতি মেনেই এবার আইপিএল খেলছে ক্রিকেটাররা।

এই বছর আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আইপিএলের উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার আগে করোনা যোদ্ধাদের সম্মান জানান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল সহ দুই দলের ক্রিকেটাররা।

অন্যবার যেমন আইপিএলের প্রথম ম্যাচ থেকেই মাঠে উপস্থিত থাকেন হাজার হাজার দর্শক, পুরো শহর ফেটে পড়ে হাজার হাজার আইপিএল সমর্থকদের গগনভেদী চিৎকারে। কিন্তু এবার সেই সমস্ত কিছুই ছিলনা। আইপিএলে ছিল না কোনো দর্শক, ছিলোনা কোন চিয়ারলিডার্স। এমন পরিস্থিতিতে ক্রিকেটাররা কিভাবে নিজেদের উদ্বুদ্ধ করবেন? এটাই ছিল এবারের আইপিএলে সবথেকে বড় প্রশ্ন।

তবে আমিরশাহির আবু ধাবি স্টেডিয়ামে আইপিএলের প্রথম ম্যাচ শুরু হতেই শোনা গেল গগনফাটা চিৎকার। যেন মনে হচ্ছিল হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হয়ে চিৎকার করছেন। সেই সঙ্গে শোনা গেল বিভিন্ন হিট গান এবং ঢাক ঢোলের আওয়াজ। আর এতেই ক্রিকেটাররা উদ্বুদ্ধ হয়ে উঠলেন। ক্রিকেটারদের স্বার্থে চুপিসারে সমস্ত ব্যবস্থা করেছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলি। এর ফলে মনেই হচ্ছিল না যে স্টেডিয়ামে কোনো দর্শক নেই। এমনভাবে কম্পিউটার দ্বারা চিৎকার গুলি সাজানো হয়েছিল যেন মনে হচ্ছিল স্টেডিয়ামে বসে খেলা দেখছেন একসাথে লক্ষ লক্ষ আইপিএল সমর্থক। এছাড়াও ম্যাচের উত্তেজিত মুহূর্তে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছিল চেয়ারলিডার্সদের।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর