ফুটবলে শট মেরেই ডুরান্ড কাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, স্মরণ করালেন ‘খেলা হবে’ শ্লোগান

বাংলাহান্ট ডেস্কঃ রবিবার যুবভারতীতে ফুটবলে শট মেরেই ডুরান্ড কাপের (durand cup) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এককথায় একুশের নির্বাচনের ‘খেলা হবে’ শ্লোগানটি যেন মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আজ মুখোমুখি হচ্ছে মহামেডান স্পোর্টিং এবং এয়ারফোর্স।

এদিন ডুরান্ড কাপের উদ্বোধনের জন্য রবিবার বিকেল ৪ টে বেজে ১০ মিনিট নাগাদ যুবভারতীতে পা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস, প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিও ছিলেন তাঁর সঙ্গে। সেনাবাহিনীর আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টিও করা হয়।

করোনা আবহে বহুদিন পর যুবভারতীতে শট পড়ল ফুটবলে। এদিন ফুটবলে শট মেরে ম্যাচের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে উদ্বোধনী ম্যাচের দুই দলের ফুটবলারদের সঙ্গে দেখাও করেন তিনি। আজকের ম্যাচে মুখোমুখি হচ্ছে মহামেডান স্পোর্টিং এবং এয়ারফোর্স। যুবভারতীর পাশাপাশি কল্যাণী স্টেডিয়াম এবং মোহনবাগান মাঠেও চলবে এই ম্যাচ।

করোনা আবহে পরিস্থিতির বিচার করে স্টেডিয়ামে পঞ্চাশ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। তবে কোয়ার্টার ফাইনাল শুরু হবে ২৩ শে অক্টোবর থেকে, ২ টি সেমিফাইনাল হবে ২৭ এবং ২৯ শে অক্টোবর এবং ফাইনাল ম্যাচ রয়েছে ৩ রা অক্টোবর। এর মধ্যে কল্যাণী স্টেডিয়ামে হবে ৮ টি ম্যাচ, মোহনবাগান মাঠে হবে ৯ ম্যাচ এবং ১৪ ম্যাচ খেলা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/226885989416581

এবারের ডুরান্ড কাপে অংশ নিচ্ছে আইএসএল (ISL), আই লিগ এবং সেনাবাহিনীর থেকে মিলিয়ে মোট ১৬টি দল। তবে সঠিক সময়ে দল তৈরি না করার জন্য এসসি ইস্টবেঙ্গল এবং এএফসি কাপের জন্য এটিকে মোহনবাগান অংশ নিতে না পারলেও, বাংলা থেকে নাম রয়েছে শুধুমাত্র মহামেডান স্পোর্টিং-র (Mohameddan Sporting)।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর