অজানা জ্বর নিয়ে বাংলায় বাড়ছে উদ্বেগ, মালদহে ৪ দিনে মৃত্যু ৬ শিশুর

বাংলাহান্ট ডেস্কঃ অজানা জ্বরে আক্রান্ত শিশুরা। হাসপাতালে ভর্তি হয়েও নিস্তার নেই। এই নিয়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (malda medical college) ৪ দিনে প্রাণ হারাল মোট ৬ শিশু। জ্বরের কারণ অনুসন্ধান করতে মরিয়া চিকিৎসকরা। রাখছে না কোনরকম ত্রুটি। কিন্তু তা সত্ত্বেও কিভাবে এই শিশুদের মৃত্যু হচ্ছে তা নিয়ে কাটছে না ধোঁয়াশা।

এবিষয়ে হাসপাতাল অধ‍্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, আগে থাকতেই ১২৪ জন শিশুর চিকিৎসা চলছিল। তারপর জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে শুক্রবার আরও ৫৭ জন শিশু ভর্তি হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। যার ফলে বর্তমানে মোট ১৮১ জন শিশু ভর্তি রয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

329203 child

অধ্যক্ষ আরও জানিয়েছেন, ‘জ্বরের উপসর্গ নিয়েই হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। তবে এই অজানা জ্বর ভাইরাল জ্বর নাকি ব‍্যাকটেরিয়াজনিত জ্বর, সেটাই জানার চেষ্টা করা হচ্ছে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে সোয়াব পাঠানো হয়েছে, আতঙ্কতি হওয়ার কিছু নেই। তবে নিউমোনিয়া এবং করোনার তৃতীয় ঢেউকেও সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাচ্ছে না। সেই কারণে শুক্রবার বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসক এবং হাসপাতালের বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠকের পর, লালারসের নমুনা কলকাতায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে’।

সূত্রের খবর, মানিকচকের ভুতনি চরের ছয় মাসের এক শিশুপুত্র এবং ঝাড়খণ্ড থেকে আসা সাত মাসের এক শিশুকন্যা ওই হাসপাতালেই শুক্রবার মারা গিয়েছে। আবার কালিয়া চকের পাঁচ মাসের নাজিমা খাতুন মারা যায় শনিবার ভোর রাতে। কিন্তু কি কারণে শিশুরা মারা যাচ্ছে, তা এখন ধরতে পারছেন না চিকিৎসকরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর