পুনর্ব্যবহার যোগ্য জমিতে কাজ শুরু করতেই চায় চীন এবং জাপানের অনেক সংস্থা

এবার কেন্দ্রীয় সরকার পুনর্ব্যবহার যোগ্য জমি চাইলো প্রত্যেক রাজ্যের কাছে। কারণ চীন এবং জাপানের অনেক সংস্থা এবার ভারতের জমিতে তাদের সংস্থা আনতে চায়।

বিভিন্ন নীতি পরিবর্তনকারী এই সংস্থা এবার ভারতের মাটিতে জমি কিনতে চায়। প্রায় পাঁচশো এর বেশি একর জমি কিনতে চেয়েছে সরকারের কাছে। আর এসবের মধ্যে কবে কি হবে তাই অবশ্য এখনো স্পষ্ট নয়। ওড়িশা আর মধ্যপ্রদেশ এই কাজে আগ্রহ দেখিয়েছে কিন্তু বাংলা এখন এই বিষয় মুখ খোলেনি।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ইরানে এই রোগের প্রকোপ বেশী বেড়ে গেছিলো। আর এই পরিস্থিতিতে অনেকেই চীনকে দোষ দিয়েছে। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে সতেরো দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

চিনের উহানে শুরু হওয়া এক ভাইরাস এখন কব্জা করেছে গোটা বিশ্বকে। প্রথমে চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত‍্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস। সেখানে এখন চলছে মৃত‍্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ‍্যে।আর এর মধ্যেই ব্যাবসা করার কোনো ওর  সিদ্ধান্ত নেন ভারত।

সম্পর্কিত খবর